বুধবার ২৯ নভেম্বর ২০২৩
স্যাম অল্টম্যানকে ফিরিয়ে আনার আলোচনা চলছে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩, ১:২৪ পিএম আপডেট: ২১.১১.২০২৩ ৪:৫৬ PM
চ্যাটজিপিটি উদ্ভাবনকারী প্রতিষ্ঠান ওপেনএআইয়ের বোর্ড সদস্যরা নির্মাতা স্যাম অল্টম্যানকে সিইও হিসেবে ফিরিয়ে আনতে তার সঙ্গে আলোচনা করছেন বলে জানা গেছে। 

অল্টম্যানের অপসারণকে কেন্দ্র করে এআই সুরক্ষা, প্রযুক্তির বিকাশের গতি এবং কোম্পানির বাণিজ্যিকীকরণের বিষয়ে প্রধান নির্বাহী এবং তার বোর্ডের মধ্যে বিস্তৃত মতবিরোধের সৃষ্টি হয়। ফলে ওপেনএআই বিনিয়োগকারীরা স্যাম অল্টম্যানকে  ফিরিয়ে নিতে কোম্পানির বোর্ডকে চাপ দিচ্ছেন।

সংবাদমাধ্যম এনডিটিভি’র এক প্রতিবেদন থেকে জানা যায়, ওপেনএআই বিনিয়োগকারীরা স্যাম অল্টম্যানকে বরখাস্ত করার সিদ্ধান্ত ফিরিয়ে নিতে কোম্পানির বোর্ডকে চাপ দিচ্ছেন। এবং  ওপেনএআই-এর বৃহত্তম শেয়ারহোল্ডার মাইক্রোসফ্ট করপোরেশনের সঙ্গেও অল্টম্যানকে সিইও হিসেবে পুনর্বহাল করার বিষয়ে আলাপ-আলোচনা করছেন।

গতকাল স্যাম অল্টম্যানকে বরখাস্ত করা হয়। স্যামকে অপসারণের কারণ হিসবে প্রতিষ্ঠানটি জানায়, পরিচালনা পর্ষদের সঙ্গে অল্টম্যানের যোগাযোগের ঘাটতি ও তাঁর কার্যক্রমের অস্পষ্টতা প্রতিষ্ঠানের ব্যবসায় প্রভাব ফেলছে।

অল্টম্যানকে চাকরিচ্যুত করার এমন সিদ্ধান্ত রীতিমতো অবাক করেছে কোম্পানির কর্মচারীদের। এবং অল্টম্যানকে অপসারণের প্রতিক্রিয়াস্বরূপ ওপেন-এআই এর প্রেসিডেন্ট গ্রেগ ব্রকম্যানো চাকরি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন।  

বর্তমানে প্রতিষ্ঠানটির অন্তর্বর্তীকালীন সিইও হিসেব প্রধান টেকনোলজি অফিসার মীরা মুরাতি নিযুক্ত রয়েছেন।

কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে যে ওপেনএআই-এর সঙ্গে আলোচনা ব্যর্থ হলে অল্টম্যান তার নিজস্ব উদ্যোগ চালু করার পরিকল্পনা করছেন। ওপেনএআয়ের সাবেক প্রেসিডেন্ট গ্রেগ ব্রকম্যান এই প্রচেষ্টায় যোগ দেবেন বলে আশা করা যাচ্ছে।

এদিকে গত বছর চ্যাটজিপিটির কার্যক্রম শুরুর  পর অল্টম্যান বিশ্বের সকলের মুখে প্রচলিত একটি নাম হয়ে গিয়েছিল। চ্যাটজিপিটির সাফল্যের পেছনে অল্টম্যানের অসামান্য অবদান থাকা সত্তেও তার এ অপসারণকে ঘিরে টেক দুনিয়ায় শুরু হয়েছে তোলপাড়। এই তোলপাড়ের চাপের মুখে স্যামকে ফিড়িয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে ধারণা করছেন অনেকেই।

/এমএ/

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






● সর্বশেষ সংবাদ  
● সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
ভারপ্রাপ্ত সম্পাদক : লুৎফর রহমান হিমেল
প্রকাশক: স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড-এর পক্ষে মোঃ মজিবুর রহমান চৌধুরী কর্তৃক আবরন প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24[at]gmail.com, info[at]swadeshpratidin.com
● স্বদেশ প্রতিদিন   ● বিজ্ঞাপন   ● সার্কুলেশন   ● শর্তাবলি ও নীতিমালা   ● গোপনীয়তা নীতি   ● যোগাযোগ
🔝