বুধবার ২৯ নভেম্বর ২০২৩
‘কমনওয়েলথ প্রতিনিধি দল নির্বাচন ব্যবস্থা নিয়ে সন্তুষ্ট’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩, ১২:৪২ পিএম
ঢাকায় সফররত কমনওয়েলথের প্রতিনিধি দল নির্বাচন ব্যবস্থা নিয়ে সন্তুষ্ট বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব জাহাংগীর আলম। তিনি বলেন, ‌‘কমনওয়েলথ প্রাক নির্বাচনী প্রতিনিধি দল নির্বাচন সংক্রান্ত সব বিধি-বিধান বিষয়ে জানতে চেয়েছিলেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) তাদের সেসব বিষয়ে অবগত করেছেন। এতে তারা নির্বাচন ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেছেন।’

রোববার (১৯ নভেম্বর) আগারগাঁও নির্বাচন ভবনের সভাকক্ষে কমনওয়েলথ প্রাক নির্বাচনী প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে ইসি সচিব এই কথা বলেন।

জাহাংগীর আলম বলেন, ‘ইসিসহ অন্যান্য যে সংস্থা রয়েছে, তাদের সঙ্গে প্রতিনিধি দল বৈঠক করে কমনওয়েলথ প্রধানের কাছে রিপোর্ট পাঠাবেন। এরপর তারা সিদ্ধান্ত নেবেন নির্বাচন পর্যবেক্ষণে আসবে কিনা।’ 

প্রাক প্রতিনিধি দল কী জানতে চেয়েছে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ‘তারা বাংলাদেশের নির্বাচনের পদ্ধতি, ব্যবস্থা ও ভোটাররা কিভাবে কেন্দ্রে ভোট দিতে যাবেন এসব বিষয় জানতে চেয়েছে। কমিশন থেকে তাদের সব জানানো হয়েছে।’

দেশে আসা কমনওয়েলথের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দলটি ১৮ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত ঢাকায় থাকবে বলে জানা গেছে। সফরকালে পররাষ্ট্র, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নির্বাচন কমিশনসহ বিভিন্ন মহলের সঙ্গে বৈঠক করবেন প্রতিনিধিদলের সদস্যরা। 

/এম/

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






● সর্বশেষ সংবাদ  
● সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
ভারপ্রাপ্ত সম্পাদক : লুৎফর রহমান হিমেল
প্রকাশক: স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড-এর পক্ষে মোঃ মজিবুর রহমান চৌধুরী কর্তৃক আবরন প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24[at]gmail.com, info[at]swadeshpratidin.com
● স্বদেশ প্রতিদিন   ● বিজ্ঞাপন   ● সার্কুলেশন   ● শর্তাবলি ও নীতিমালা   ● গোপনীয়তা নীতি   ● যোগাযোগ
🔝