প্রকাশ: শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩, ৫:৫৯ পিএম আপডেট: ১৮.১১.২০২৩ ৬:১০ PM
রাজনৈতিক সহিংসতায় মানুষ পোড়ানো বন্ধে রাজধানীর গুলশানে অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়িয়েছে সাধারণ মানুষ।
শনিবার (১৮ নভেম্বর) বিকাল ৪টায় ‘জেগে ওঠো শান্তির পথে’-এমন আহ্বান জানিয়ে মাঠে নেমেছে তারা।
অনুষ্ঠানে সংহতি জানিয়ে উপস্থিত থেকে প্রতিবাদ করেছেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ এ আরাফাত। সঙ্গে ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. ওয়াকিল উদ্দিন।
এসময় আরও উপস্থিত থেকে প্রতিবাদ করেছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ এবং বাংলাদেশ চলচ্চিত্র সমিতির সাধারণ সম্পাদক ও নায়িকা নিপুণ আক্তার।
এসময় মোহাম্মদ এ আরাফাত বলেন, ‘রাজনীতির নামে অগ্নিসন্ত্রাস মানুষ মেনে নেবে না। আপনারা সবাই সম্মিলিতভাবে এই সন্ত্রাস রুখে দেবেন।’
একান্ত সাক্ষাৎকারে স্বদেশ প্রতিদিনকে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. ওয়াকিল উদ্দিন বলেন, ‘যারা রাজনীতির নামে মানুষ পোড়ায়, তারা মানুষের শত্রু। আজ অনুষ্ঠানে অগ্নিসন্ত্রাসে আহত মানুষ দেখে বাকরুদ্ধ হয়েছি। এমন অমানবিকতা মেনে নেওয়া যায় না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আহতদের পাশে আছেন এবং থাকবেন।’
অগ্নিসন্ত্রাসে ক্ষতিগ্রস্তদের সংগঠন ‘অগ্নিসন্ত্রাসের আর্তনাদ’ এই কর্মসূচির আয়োজন করেছে। সার্বিক সহযোগিতা করেছে গতিপথ তথ্য ও গবেষণা সংস্থা।
আয়োজকরা জানান, RISE FOR PEACE বা জেগে ওঠো শান্তির পথে শীর্ষক কর্মসূচিটি মোট চারটি পর্বে সাজানো হয়েছে। প্রথম পর্বে থাকছে অগ্নিসন্ত্রাসে ক্ষতিগ্রস্তদের অবস্থান। দ্বিতীয় পর্বে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের একাত্মতা প্রকাশ। এরপর শান্তির স্বপক্ষে স্বাক্ষর। সবশেষে থাকবে শান্তির জন্য সংগীত।’
অগ্নিসন্ত্রাস নিয়ে পশ্চিমা কূটনীতিকদের নীরব ভূমিকার পরিপ্রেক্ষিতে মূলত এই কর্মসূচির আয়োজন করা হয়। এজন্যই তাদের বিচরণক্ষেত্র ও অফিস এলাকা গুলশান-২ এ কর্মসূচিটির আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা।
/এম/