বুধবার ২৯ নভেম্বর ২০২৩
সাংবাদিকদের কাছে ক্ষমা চাইলেন তানজিন তিশা
বিনোদন ডেস্ক:
প্রকাশ: শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩, ৪:৩৫ পিএম
উদ্ধতপূর্ণ আচরেণের জন্য ভুল স্বীকার করে সাংবাদিকদের কাছে ক্ষমা চেয়েছেন অভিনেত্রী তানজিন তিশা।

শনিবার ( ১৮ নভেম্বর) দুপুর ১টা ৩৩ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি স্ট্যাটাস শেয়ার করেন তিশা। ওই স্ট্যাটাসে তিশা তার ভুলের জন্য দুঃখ প্রকাশ করে সাংবাদিকদের কাছে ক্ষমা চেয়েছেন।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, বিগত কয়েকদিনের অসুস্থতা এবং আমার পারসোনাল লাইফ নিয়ে নানা ভিত্তিহীন কথা ও সংবাদ এবং পরিচিত ও পরিচিত বিভিন্ন ফোন কলে আমি অনেকটাই মেন্টালি পাজলড ছিলাম। এমন সময়ে এক সাংবাদিক ভাইয়ের সাথে কথা বলতে গিয়ে আমি নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে উত্তেজিত হয়ে কিছু কথা বলে ফেলি যা আসলে ইনটেনশনালি ছিল না।
 
সাংবাদিক ভাইদের একটা কথা আমি বলতে চাই, আমার সফলতার একটা অংশজুড়ে আপনারাও আছেন এবং আপনাদের প্রতি আমার শ্রদ্ধা ও সম্মান সমসময়ই ছিল এবং থাকবে। আমার অনাকাঙ্ক্ষিত কথায় আপনারা কষ্ট পেয়ে থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
 
 সবার উদ্দেশে আমার একটাই কথা, আপনারা আমার কাজ ও আপনাদের ভালোবাসায় এতদূর এনেছেন এবং ভবিষ্যতেও কোনো প্রকার গুজবে কান না দিয়ে আমার কাজ ও আমাকে ভালোবেসে যাবেন। আপনাদের সবার দোয়াতে আমাকে রাখবেন।
 
এর আগে গত বুধবার (১৫ নভেম্বর) মধ্যরাতে অভিনেত্রী তানজিন তিশার অসুস্থতার খবরকে কেন্দ্র করে আত্মহত্যার চেষ্ঠার বিষয়সহ অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্কের গুজব ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যেটি নিয়ে পরবর্তীতে তিনি কথা বলে নিজের অবস্থান সম্পর্কে সকলকে জানান ।

/এমএ/

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






● সর্বশেষ সংবাদ  
● সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
ভারপ্রাপ্ত সম্পাদক : লুৎফর রহমান হিমেল
প্রকাশক: স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড-এর পক্ষে মোঃ মজিবুর রহমান চৌধুরী কর্তৃক আবরন প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24[at]gmail.com, info[at]swadeshpratidin.com
● স্বদেশ প্রতিদিন   ● বিজ্ঞাপন   ● সার্কুলেশন   ● শর্তাবলি ও নীতিমালা   ● গোপনীয়তা নীতি   ● যোগাযোগ
🔝