বুধবার ২৯ নভেম্বর ২০২৩
ত্বকের যত্নে ব্যবহার করুন জলপাইয়ের তেল
স্বদেশ ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩, ২:৫৪ পিএম আপডেট: ১৪.১১.২০২৩ ৩:৩৯ PM
মানবদেহের বাইরের আবরণ হচ্ছে ত্বক যা প্রাণিদের ভিতরের অংশগুলোকে বাইরের প্রতিকূলতার হাত থেকে রক্ষা করে থাকে। তাই, ত্বকের প্রতি যত্নশীল হওয়াটা আমাদের জন্য অত্যন্ত জরুরী। ত্বকের যত্নে অনেকেই অনেক কিছু ব্যবহার করলেও, অলিভ অয়েল বা জলপাইয়ের তেল ত্বকের জন্য খুবই উপকারী। ত্বকের নিয়মিত যত্নে তেলটি বেশ কার্যকর ভূমিকা রাখতে পারে। এই তেলে আছে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিড্যান্টস। যা ত্বককে ভালো রাখতে সাহায্য করে। 

প্রাকৃতিক ময়শ্চারাইজার হিসেবেও এই তেল ব্যবহার করতে পারেন। এরমধ্যে আছে প্রচুর পরিমাণে উপকারী ফ্যাটি অ্যাসিড। যা ত্বকের টানটানভাব ধরে রাখতে সাহায্য করে। ত্বক থাকে মসৃণ।

আসছে শীতে জলপাইয়ের তেল রাখতে পারেন সৌন্দর্যচর্চার নিয়মিত উপকরণ হিসেবে। ত্বকের উজ্জলতা বাড়ানোর পাশাপাশি প্রাকৃতিক আর্দ্রতাও ধরে রাখতে সক্ষম এ তেল। এছাড়াও আরো অনেক উপকার পাওয়া যাবে নিয়মিত এ তেল ব্যবহার করলে, জেনে নিন সেসব-  

১. ত্বকের জেল্লা ফেরানোর পাশাপাশি নানা দাগছোপ মলিন করতেও সাহায্য করে এই তেল।

২. এছাড়া ত্বকের ব্ল্যাকহেডস এবং হোয়াইট হেডস পরিষ্কার করতেও ভূমিকা রাখে। 

৩. জলপাই তেলে আছে ভিটামিন ই-এর মতো উপকারী উপাদান। যা ত্বকের জন্যে খুবই               ভালো। এ তেলে পলিফেনলের মতো উপাদানও আছে যা ত্বকের জন্য উপকারী।

ফেসপ্যাকে, সরাসরি দুভাবেই ব্যবহার করতে পারেন এ তেল।যেকোন ফেসপ্যাকে কয়েক ফোঁটা জলপাই তেল দিয়ে মুখে মেখে রাখুন ১০-১৫ মিনিট এবার কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। গোসলের পানিতে কয়েক ফোঁটা জলপাই তেল মিশিয়ে নিতে পারেন। এতে পুরো শরীরের শুষ্কতাই দূর হবে। কিংবা সিরামের মত অল্প পরিমাণ হাতে নিয়ে চেপে চেপে মুখে ব্যবহার করতে পারেন।

/এমএ/

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






● সর্বশেষ সংবাদ  
● সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
ভারপ্রাপ্ত সম্পাদক : লুৎফর রহমান হিমেল
প্রকাশক: স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড-এর পক্ষে মোঃ মজিবুর রহমান চৌধুরী কর্তৃক আবরন প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24[at]gmail.com, info[at]swadeshpratidin.com
● স্বদেশ প্রতিদিন   ● বিজ্ঞাপন   ● সার্কুলেশন   ● শর্তাবলি ও নীতিমালা   ● গোপনীয়তা নীতি   ● যোগাযোগ
🔝