বুধবার ২৯ নভেম্বর ২০২৩
আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ আজ
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা
প্রকাশ: সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩, ১১:০৫ AM
শ্যামাপূজা ও দীপাবলি উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে একদিনের জন্য আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা করা হয়েছে।

সোমবার (১৩ নভেম্বর) একদিনের জন্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম।

তিনি বলেন, ‌‘আগরতলার ইন্দো-বাংলা আমদানি-রপ্তানিকারক কমিউনিকেশন সেন্টারের সাধারণ সম্পাদক শিবশংকর দাস সই করা এক চিঠিতে শ্যামাপূজা ও দীপাবলি উপলক্ষে ভারতের আগরতলার ব্যবসায়ীরা সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখবেন। এ বিষয়ে তারা আমাদের চিঠি দিয়ে জানিয়েছেন। তবে ওইদিন যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। আগামীকাল মঙ্গলবার থেকে পুনরায় এসব কার্যক্রম শুরু হবে।’

আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ হাসান আহমেদ ভুঁইয়া বলেন, ‘আজ আখাউড়া স্থলবন্দর একদিনের জন্য বন্ধ ঘোষণা করা হলেও পাসপোর্টধারী যাত্রী পারাপার আগের মতোই স্বাভাবিক থাকবে।’

/এম/

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






● সর্বশেষ সংবাদ  
● সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
ভারপ্রাপ্ত সম্পাদক : লুৎফর রহমান হিমেল
প্রকাশক: স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড-এর পক্ষে মোঃ মজিবুর রহমান চৌধুরী কর্তৃক আবরন প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24[at]gmail.com, info[at]swadeshpratidin.com
● স্বদেশ প্রতিদিন   ● বিজ্ঞাপন   ● সার্কুলেশন   ● শর্তাবলি ও নীতিমালা   ● গোপনীয়তা নীতি   ● যোগাযোগ
🔝