প্রকাশ: রবিবার, ১২ নভেম্বর, ২০২৩, ৪:৪৭ পিএম
সহকারী পুলিশ সুপার (এএসপি) থেকে অতিরিক্ত পুলিশ সুপার (৬ষ্ঠ গ্রেড) পদে পদোন্নতি পেয়েছেন ৪৬ কর্মকর্তা।
রোববার (১২ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে এতে সই করেছেন উপসচিব সিরাজাম মুনিরা।
পদোন্নতি পাওয়া কর্মকর্তারা বিসিএস পুলিশ ক্যাডারে যোগদান করেছিলেন। এরপর তারা সহকারী পুলিশ সুপার পদে থেকে বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করেছেন।
এক সপ্তাহ আগে অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে (গ্রেড-৪) ১৫২ পুলিশ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়। তাদের মধ্যে ১৪০ জনকে অস্থায়ী বিশেষ পদ বা সুপার নিউমারারি অতিরিক্ত ডিআইজি করা হয়।
গত ৬ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ-সংক্রান্ত আলাদা দুটি প্রজ্ঞাপন জারি করা হয়।
/এম/