প্রকাশ: রবিবার, ১২ নভেম্বর, ২০২৩, ২:৪৯ পিএম
গাজা উপত্যকায় আম্মান পরিচালিত ফিল্ড হাসপাতালের জন্যে বিমান থেকে মানবিক ত্রাণ ফেলেছে জর্ডান। জর্ডানের সামরিক সূত্রের উদ্ধৃতি দিয়ে টাইমস অব ইসরায়েল এমন তথ্য জানিয়েছে।
সাম্প্রতিক সময়ে দ্বিতীয়বারের মতো প্যারাসুট ব্যবহার করে এসব ত্রাণ গাজায় ফেলা হয়। এর আগে ৬ নভেম্বর জর্ডানের বিমান বাহিনী গাজায় জর্ডানের ফিল্ড হাসপাতালে জরুরি চিকিৎসা ও ফার্মাসিউটিক্যাল সহায়তা পাঠিয়েছিল।
জর্ডানের রাষ্ট্রীয় বার্তাসংস্থা পেট্রা জানিয়েছে, ফিলিস্তিনের অবরুদ্ধ এই ভূখণ্ডটিতে ইসরায়েলের ক্রমাগত রক্তক্ষয়ী হামলার মধ্যে প্যারাসুটের মাধ্যমে হাসপাতালে ত্রাণ পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর ফিলিস্তিনি সংগঠন হামাস ইসরায়েলে হামলা চালায়। এরপর গাজায় পাল্টা স্থল অভিযান শুরু করে ইসরায়েল বাহিনী। ইসরায়েলের বর্বর এ অভিযান অব্যাহতভাবে চলছে।
/এমএ/