বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, বিএনপি লবিস্ট নিয়োগ করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। সেই জন্য আমেরিকা ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে। আমেরিকার নিষেধাজ্ঞার জন্য বিএনপি দায়ী।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
হানিফ বলেন, আমাদের হুমকি-ধমকি দিয়ে লাভ নেই। বাংলাদেশ আওয়ামী লীগ কোনো স্যাংশন, ভিসানীতির পরোয়া করে না।
এ সময় আওয়ামী লীগের আরেক যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, দেশের ভেতরে-বাইরের ষড়যন্ত্রকারীদের একটাই লক্ষ্য, শেখ হাসিনাকে নিঃশেষ করা। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই ও পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে বিএনপি-জামায়াত দেশকে আরেকটা পাকিস্তান বানাতে চায়। আমরা মাঠে-ময়দানে থাকব। দেখি আমাদের নেত্রীকে তারা কীভাবে উৎখাত করে? আমরা লড়াই করব, জনগণকে সঙ্গে নিয়ে আমরা বিএনপি-জামায়াতসহ সব অপশক্তির চক্রান্ত রুখে দেব।