বুধবার ২৯ নভেম্বর ২০২৩
শ্রীমঙ্গলে চা পাতার গুদামে চা বোর্ডের অভিযান
শ্রীমঙ্গল প্রতিনিধি:
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩, ৬:৪৬ পিএম আপডেট: ২১.০৯.২০২৩ ৭:৪২ PM
শ্রীমঙ্গলে চা পাতার গুদামে চা বোর্ডের অভিযান

শ্রীমঙ্গলে চা পাতার গুদামে চা বোর্ডের অভিযান

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধ, মেয়াদ উর্ত্তীণ ও বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের নকল চা পাতার গুদামে অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ চা বোর্ড। 

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে চা বোর্ডের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিনের নেতৃত্বে পৌরশহরের সোনারবাংলা রোডে সমর মিয়ার চা পাতার গুদামে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই গুদামে থাকা দুই শতাধিক চা পাতার বস্তাসহ গুদামটি সিলগালা করা হয়েছে। 

চা বোর্ড সূত্রে জানা যায়, সময় মিয়া দীর্ঘদিন থেকে দেশের নামিদামি ব্র্যান্ডে ফিনলে টি কোম্পানি, ভারতীয় চা ব্যান্ড কলকাতা টিসহ বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের মোড়ক নকল করে চা পাতা বাজারজাত করে আসছেন। এসময় গুদামের ভেতরে নকল মোড়ক, মেশিনসহ বিভিন্ন উপকরণ পাওয়া যায়। গুদামের ভেতরে থাকা দুই শতাধিক চা পাতার বস্তা জব্দ করা হয়েছে। এসব চা পাতা দেশের চা পাতা নয় বলে সংশ্লিষ্টরা মনে করছেন। চা পাতার অধিকাংশ নিম্নমানের এবং মেয়াদোত্তীর্ণ। অভিযানকালে চা পাতার মূল মালিক সমর মিয়াকে পাওয়া যায়নি।

চা বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিটের পরিচালক ড. রফিকুল ইসলাম, বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট (বিটিআরআই) পরিচালক মো. ইসমাইল হোসেন, শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানকালে উপস্থিত ছিলেন। 

চা বোর্ডের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সময় মিয়ার গুদামে অভিযান পরিচালনা করা হয়। এসময় ফিনলে টি কোম্পানিসহ দেশের নামিদামি ব্র্যান্ডের নকল মোড়ক, মেশিন এবং আরও বিভিন্ন উপকরণ জব্দ করা হয়েছে। 

তিনি আরও বলেন, চা পাতা দেখে মনে হচ্ছে, এগুলো দেশিয় চা পাতা নয়। বৃষ্টির কারণে আজ পুরো প্রক্রিয়া শেষ করা যায়নি। গুদামটি সিলগালা করা হয়েছে। আগামীকাল যাচাই-বাছাই করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কর হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






● সর্বশেষ সংবাদ  
● সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
ভারপ্রাপ্ত সম্পাদক : লুৎফর রহমান হিমেল
প্রকাশক: স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড-এর পক্ষে মোঃ মজিবুর রহমান চৌধুরী কর্তৃক আবরন প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24[at]gmail.com, info[at]swadeshpratidin.com
● স্বদেশ প্রতিদিন   ● বিজ্ঞাপন   ● সার্কুলেশন   ● শর্তাবলি ও নীতিমালা   ● গোপনীয়তা নীতি   ● যোগাযোগ
🔝