বুধবার ২৯ নভেম্বর ২০২৩
হোমনায় বৃক্ষরোপণ ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত
মোঃ রাসেল আহমেদ, হোমনা:
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩, ৬:৪২ পিএম
হোমনায় বৃক্ষরোপণ ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত

হোমনায় বৃক্ষরোপণ ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত

কুমিল্লার হোমনায় পরিবেশের সুরক্ষায় বৃক্ষরোপণ ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০ ঘটিকায় ছলিমউদ্দিন রাজেয়া বেগম ফাউন্ডেশনের উদ্যোগে ও মুক্ত জীবন স্বেচ্ছায় রক্তদান ফাউন্ডেশনের সহযোগিতায় উপজেলার দুলালপুর ইউনিয়নের দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়-১ মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অত্র বিদ্যালয়ের সভাপতি মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হোমনা পৌর মেয়র অ্যাডভোকেট মোঃ নজরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্কাউট সমাজ উন্নয়ন (স্বাস্থ্য) এর পরিচালক মোঃ গোলাম মোস্তফা, উপজেলা ভাইস চেয়ারম্যান মহসিন সরকার, উপজেলা শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম, সহকারী শিক্ষা কর্মকর্তা খাদিজা আক্তার, কুমিল্লা অঞ্চলের ডিআরসি (সিডি) মোঃ ফছি্হউর রহমান, দুলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসীমউদ্দিন সওদাগর, হোমনা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল হক সরকার, হোমনা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মোঃ রেজাউল ইসলাম, হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লুৎফর রহমান, দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজিয়া সুলতানা, বিশিষ্ট সমাজ সেবক মোঃ রকিবউদ্দিন, মুক্ত জীবন ফাউন্ডেশনের সমন্বয়ক হুমায়ুন কবির সুমন, মুক্তিযোদ্ধা মুমিন মোল্লা, মুক্তিযোদ্ধা ইউনুস, সাংবাদিক মোঃ রাসেল আহমেদ, আবুল কালাম আজাদ, মোঃ আলাউদ্দিন হিমু, ৮নং ইউপি ওয়ার্ড সদস্য মোঃ রাশেদুল ইসলাম রিপন প্রমুখ।

এছাড়াও অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে বিদ্যালয়ের পক্ষ থেকে অতিথিগণকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

পরে অতিথিগণ বিদ্যালয়ের আঙ্গিনায় বৃক্ষরোপন করেন এবং শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ ও ঔষধি বৃক্ষ প্রদান করেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






● সর্বশেষ সংবাদ  
● সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
ভারপ্রাপ্ত সম্পাদক : লুৎফর রহমান হিমেল
প্রকাশক: স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড-এর পক্ষে মোঃ মজিবুর রহমান চৌধুরী কর্তৃক আবরন প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24[at]gmail.com, info[at]swadeshpratidin.com
● স্বদেশ প্রতিদিন   ● বিজ্ঞাপন   ● সার্কুলেশন   ● শর্তাবলি ও নীতিমালা   ● গোপনীয়তা নীতি   ● যোগাযোগ
🔝