ময়মনসিংহের গফরগাঁওয়ে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক ২০০ কৃষকের মধ্যে বিনামূল্যে কৃষি প্রণোদনার কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমে বিনামূল্যে মাষকলাই বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বৃস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে মাষকালাই বীজ ও সার বিতরণ করা হয়।
মাষকলাই বীজ ও সার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল।
গফরগাঁও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রকিব আল রানার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মর্কতা (দ্বায়িত্ব প্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা জান্নাত, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান , উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তারা সাফাত পনির, গফরগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হক বিপ্লব ।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি খরিপ-২ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ১৫ ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ২০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে মাষকলাই বীজ ও সার বিতরণ করা হয়। প্রত্যেক কৃষককে পাঁচ কেজি করে মাষকলাই বীজসহ ১০ কেজি ডিএপি ও পাঁচ কেজি এমওপি সার দেওয়া হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রকিব আল রানা বলেন, দেশে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে মাষকলাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একদিকে যেমন জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে এ প্রেক্ষাপটে মাষকলাই চাষে বাড়তি খাদ্য চাহিদা পূরণে ব্যাপক ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সব সময় কৃষকদের কল্যাণে কাজ করে যাচ্ছে।
প্রকাশক: স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড-এর পক্ষে মোঃ মজিবুর রহমান চৌধুরী কর্তৃক আবরন প্রিন্টার্স, মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24[at]gmail.com, info[at]swadeshpratidin.com