মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩
মির্জাগঞ্জ ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি
সদস্যদের টাকা আত্মসাতের অভিযোগ সভাপতির বিরুদ্ধে
রাজিব হোসেন সুজন, পটুয়াখালী:
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩, ৫:৪৭ পিএম
সদস্যদের টাকা আত্মসাতের অভিযোগ সভাপতির বিরুদ্ধে
পটুয়াখালীর মির্জাগঞ্জ ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোঃ আল আমিনের বিরুদ্ধে সদস্যদের টাকা আত্মসাৎ ও হয়রানির অভিযোগ এনে এবং তার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন ভুক্তভোগীসহ তাদের পরিবারের সদস্যরা।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বেলা ১২ টার দিকে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্যে ভুক্তভোগীরা জানান, মির্জাগঞ্জ ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড নামে একটি সমিতি খুলে আমাদের টাকা আত্মসাৎ এবং লোনের বিপরীতে গচ্ছিত ব্লাংক চেক ও স্ট্যাম্প দিয়ে মিথ্যা মামলা করে হয়রানি করছেন সমিতির সভাপতি মোঃ আল আমিন।

ভুক্তভোগীরা আরও জানান, আল আমিনের হয়রানীর শিকার হয়ে অনেক পরিবার সর্বশান্ত হয়েছে এবং অনেকে এলাকা ছাড়া হয়েছে। তারা আল আমিনের এ হয়রানী থেকে মুক্তি চান এবং তার দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন।

ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন নাজমা আক্তার, মোঃ জয়নাল  সিকদার, মোঃ কাসেম, বাদল সিকদার, লিটন সিকদার, হিরোন মৃধা ও জসিম আকন প্রমুখ। 

পরে পটুয়াখালী জেলা প্রশাসক এবং সমবায় কর্মকর্তা বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






● সর্বশেষ সংবাদ  
● সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
ভারপ্রাপ্ত সম্পাদক : লুৎফর রহমান হিমেল
প্রকাশক: স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড-এর পক্ষে মোঃ মজিবুর রহমান চৌধুরী কর্তৃক আবরন প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24[at]gmail.com, info[at]swadeshpratidin.com
● স্বদেশ প্রতিদিন   ● বিজ্ঞাপন   ● সার্কুলেশন   ● শর্তাবলি ও নীতিমালা   ● গোপনীয়তা নীতি   ● যোগাযোগ
🔝