মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩
লক্ষ্মীপুর সদরে ভোক্তা অধিকারের অভিযান
মো: মনির হোসেন, লক্ষ্মীপুর:
প্রকাশ: বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩, ১০:৪৮ পিএম
লক্ষ্মীপুর সদরে ভোক্তা অধিকারের অভিযান

লক্ষ্মীপুর সদরে ভোক্তা অধিকারের অভিযান

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের লক্ষ্মীপুর জেলা কার্যালয় কর্তৃক জেলা সদরে অভিযান পরিচালনা করেছে। 

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বিকেলে জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অ,দা) নুর হোসেন এর নেতৃত্বে উক্ত অভিযান চালানো হয়েছে।

অভিযানে ১টি হাসপাতাল ও ৩ ডায়াগনস্টিক সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ প্রসঙ্গে অভিযান পরিচালনাকারী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন স্বদেশ প্রতিদিনকে জানান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে, জেলা প্রশাসক লক্ষ্মীপুর মহোদয়ের নির্দেশনা মোতাবেক এবং সিভিল সার্জন, লক্ষ্মীপুরের পরামর্শ অনুযায়ী আজ সদরের দক্ষিণ তেমুহনী এলাকায় বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে। 

এসময় নির্ধারিত দামের চেয়ে সেবা মূল্য বেশি রাখার দায়ে সেইফ হসপিটালকে ৫ হাজার টাকা জরিমানা, সেবা মূল্য তালিকা না থাকায় মুন ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা, সরকার নির্ধারিত ডেঙ্গু ফি অমান্য করে বেশি দাম রাখার দায়ে আল আরাফাহ ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা এবং মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট পাওয়ায় স্টার কে এস হাসপাতালকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

অভিযানে আরো উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি ডা. নাহিদ রায়হান, ড্রাগ সুপার  ডালিম চন্দ্র দাস এবং শহর পুলিশ ফাঁড়ির একটি চৌকশ টিম।  

এ অভিযান অভ্যাহত থাকবে বলেও তিনি জানান। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






● সর্বশেষ সংবাদ  
● সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
ভারপ্রাপ্ত সম্পাদক : লুৎফর রহমান হিমেল
প্রকাশক: স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড-এর পক্ষে মোঃ মজিবুর রহমান চৌধুরী কর্তৃক আবরন প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24[at]gmail.com, info[at]swadeshpratidin.com
● স্বদেশ প্রতিদিন   ● বিজ্ঞাপন   ● সার্কুলেশন   ● শর্তাবলি ও নীতিমালা   ● গোপনীয়তা নীতি   ● যোগাযোগ
🔝