ঠাকুরগাঁওয়ে বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে পাঁচ টাকার হাট বসানো হয়েছে। এ হাটের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে নিত্যপ্রয়োজনীয় পণ্য তুলে দেওয়া হয়েছে।
বুধবার সকালে ঠাকুরগাঁও পৌর কমিউনিটি সেন্টারে এই কার্যক্রমের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মামুন ভূঁইয়া। এ সময় হাটে উপস্থিত ২৫০ জন মানুষের মাঝে নিত্যপ্রয়োজনীয় পণ্য তুলে দেয় বিদ্যানন্দ ফাউন্ডেশন।
হাটে আসা হতদরিদ্র লোকজন ২২ প্রকারের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয়ের সুযোগ পান। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মধ্যে চাল, ডাল, তেল, ডিম, চিনি, লবণ, লুডলস, আটা, মাছ, খাতা-কলম, ছাতা, জুতা, মুরগিসহ নানান দ্রব্যাদি ছিল।
আয়োজকরা জানান, নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে স্বল্প আয়ের মানুষের খুব কষ্ট হচ্ছে। এমন মানুষের মুখে হাসি ফোটাতে বিদ্যানন্দ ফাউন্ডেশনের পাঁচ টাকার হাটের কার্যক্রম। বিদ্যানন্দ ফাউন্ডেশনের তালিকাভুক্ত ২৫০ জন নিম্ন আয়ের মানুষ ১০ টাকার বিনিময়ে এসব পণ্য কিনেছেন।
ক্রেতা সালাম বলেন, যা আয় করি তা দ্রুত শেষ হয়ে যায়। এখানে এসে ১০ টাকা দিয়ে অনেক পণ্য কিনতে পেরে খুব খুশি।
ক্রেতা ফাইমা আকতার বলেন, যেখানে ৫০০ থেকে ৬০০ টাকা দিয়ে এক দিনের বাজার করা যায় না, সেখানে ১০ টাকা দিয়ে অনেক পণ্য কিনতে পেরেছি। খুব ভালো লাগছে। এমন বাজারের আয়োজন নিয়মিত করলে অনেক উপকার হবে।
বিদ্যানন্দ ফাউন্ডেশনের সদস্য এবিএম মাহমুদ বলেন, নিম্ন আয়ের মানুষগুলো যেন স্বল্প দামে উৎসবমুখর পরিবেশে পণ্য কিনতে পারে এ জন্য আমাদের পাঁচ টাকার বাজারের আয়োজন। এখানে পণ্যের সর্বোচ্চ মূল্য পাঁচ টাকা। এতে সুবিধাভোগীরা ১০ টাকা দিয়ে ৭০০ টাকার মতো পণ্য পাচ্ছেন। তাদের এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।
দেশ-বিদেশে ভিন্নতর ও অভিনব পরিকল্পনায় সেবামূলক কাজ করে বেশ প্রশংসা কুড়িয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। সমাজসেবায় তাদের অসামান্য সব অবদানের জন্য ২০২৩ সালে সরকার তাদের একুশে পদকে ভূষিত করে।
প্রকাশক: স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড-এর পক্ষে মোঃ মজিবুর রহমান চৌধুরী কর্তৃক আবরন প্রিন্টার্স, মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24[at]gmail.com, info[at]swadeshpratidin.com