ফেনীর ফুলগাজী উপজেলায় ধানের খড়ের গাদার নিচে চাপা পড়ে এক নারী ও তার দুই শিশু সন্তান নিহত হয়েছে।
বুধবার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলার আমজাদ হাট ইউনিয়নের দক্ষিণ ধর্মপুর গ্রামের টিটা ফকির বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ওই গ্রামের বাহরাইন প্রবাসী মাহবুবুল আলম টিপুর স্ত্রী সুমি আক্তার (৩৫) এবং তার দুই সন্তান শাহিদ (৫) ও সিয়াম (২)।
স্থানীয়রা জানান, সুমি আক্তার সকালে গবাদিপশুর জন্য খড় কাটছিলেন। তার দুই সন্তান পাশেই খেলছিল। হঠাৎ খড়ের গাদাটা ভেঙে পড়ে যায়। মুহূর্তে দুই শিশু ও সুমি খড়ের গাদার নিচে চাপা পড়েন। পরে তাদের উদ্ধার করে নিকটস্থ ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন। তাদের মরদেহ ওই হাসপাতালে রয়েছে।
স্থানীয় আমজাদ হাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মির হোসেন মিরু বলেন, আমি খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। নিহতদের আত্মার মাগফেরাত কামনা করছি। আমরা শোক-সন্তপ্ত পরিবারের পাশে থাকার চেষ্টা করব।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম বলেন, তিনজনের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
প্রকাশক: স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড-এর পক্ষে মোঃ মজিবুর রহমান চৌধুরী কর্তৃক আবরন প্রিন্টার্স, মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24[at]gmail.com, info[at]swadeshpratidin.com