সাগরিকা
মো: জাকারিয়া আজম
|
![]() তারপর ঝাউবনে, সাগরতীরে, সর্বত্রই দেখেছি ঐ মায়াবী আঁখি, চোখের মণিতে পেয়েছি মুক্তা। কাজল দেয়া সেই চোখ, হরিণীর ন্যায় ডাগর ডাগর। বেলাশেষে নিকট অতীতে কর্কশস্বরে একদিন সাগরিকা বললো, ছাড়ো, ছাড়ো আমার হাত, তারপর কতো কথা......। মিনতি করলাম কতো শত, বললাম ফিরে এসো মোহনায়, ফিরে এসো! সাগরিকা আবার এলো, এবার আমি ব্যথিত বক্ষে বললাম, পৃথিবীর প্রথম বেলায় ডেকে ছিলাম, ফিরে দেখোনি, শেষবেলাতে তবে কেনো এই নির্দয় মিনতি! মো. জাকারিয়া আজম প্রভাষক, হাফিজ ইব্রাহিম কলেজ বোরহানউদ্দিন, ভোলা।
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |