নির্বাচন ঘনিয়ে আসলেই নতুন নতুন প্রার্থীর আবির্ভাব ঘটে: শাওন
রুবেল চক্রবর্তী, তজুমদ্দিন (ভোলা):
|
![]() নির্বাচন ঘনিয়ে আসলেই নতুন নতুন প্রার্থীর আবির্ভাব ঘটে: শাওন মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকালে চাচড়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসাবে এসব কথা বলেন তিনি। নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, জনবিচ্ছিন্ন এসব নেতারা জনগণকে বিভ্রান্ত করা ছাড়া আর কিছু করতে পারেনি। আপনারা কোন ভাবেই বিভ্রান্ত হবেন না। দলীয় মনোনয়ন নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। আমাদের নেত্রী শেখ হাসিনা সময় মতো সঠিক সিদ্ধান্ত দিবেন। অতএব আকাশে চাঁদ উঠলে সবাই দেখবেন। চাঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শামসুল হক মাস্টারের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন- তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ ফজলুল হক দেওয়ান, তজুমদ্দিন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর বেগম শীলা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন, ইউপি চেয়ারম্যান শহিদুল্যাহ কিরন, চাচড়া ইউনিয়ন চেয়ারম্যান আবু তাহের মিয়া, সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান মেহেদী হাসান মিশু, শম্ভুপুর ইউনিয়ন চেয়ারম্যান মো: রাসেল মিয়া প্রমুখ। |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |