মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ ১০ আশ্বিন ১৪৩০

নির্বাচন ঘনিয়ে আসলেই নতুন নতুন প্রার্থীর আবির্ভাব ঘটে: শাওন
রুবেল চক্রবর্তী, তজুমদ্দিন (ভোলা):
প্রকাশ: মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩, ৭:১৪ পিএম | অনলাইন সংস্করণ

নির্বাচন ঘনিয়ে আসলেই নতুন নতুন প্রার্থীর আবির্ভাব ঘটে: শাওন

নির্বাচন ঘনিয়ে আসলেই নতুন নতুন প্রার্থীর আবির্ভাব ঘটে: শাওন

ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসলেই নতুন নতুন প্রার্থীর আবির্ভাব ঘটে। আগমন হয় অতিথি পাখিদের। যাদের সাথে দলীয় নেতা কর্মী ও সাধারণ জনগণের সাথে কোন সম্পর্ক নেই। কারো সুখ দুঃখ ও উন্নয়নের সাথে নেই সম্পৃক্ততা। 

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকালে চাচড়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসাবে এসব কথা বলেন তিনি। 

নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, জনবিচ্ছিন্ন এসব নেতারা জনগণকে বিভ্রান্ত করা ছাড়া আর কিছু করতে পারেনি। আপনারা কোন ভাবেই বিভ্রান্ত হবেন না। দলীয় মনোনয়ন নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। আমাদের নেত্রী শেখ হাসিনা সময় মতো সঠিক সিদ্ধান্ত দিবেন। অতএব আকাশে চাঁদ উঠলে সবাই দেখবেন।

চাঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শামসুল হক মাস্টারের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন- তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ ফজলুল হক দেওয়ান, তজুমদ্দিন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর বেগম শীলা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন, ইউপি চেয়ারম্যান শহিদুল্যাহ কিরন, চাচড়া ইউনিয়ন চেয়ারম্যান আবু তাহের মিয়া, সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান মেহেদী হাসান মিশু, শম্ভুপুর ইউনিয়ন চেয়ারম্যান মো: রাসেল মিয়া প্রমুখ। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মজিবুর রহমান চৌধুরী
প্রকাশক: স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড-এর পক্ষে মোঃ মজিবুর রহমান চৌধুরী কর্তৃক আবরন প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24@gmail.com, info@swadeshpratidin.com
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মজিবুর রহমান চৌধুরী
প্রকাশক: স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড-এর পক্ষে মোঃ মজিবুর রহমান চৌধুরী কর্তৃক আবরন প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।