মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ ১০ আশ্বিন ১৪৩০

ঝিনাইদহে বেড়ছে ডেঙ্গুর প্রকোপ
অরিত্র কুণ্ডু, ঝিনাইদহ:
প্রকাশ: মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩, ৭:০৯ পিএম | অনলাইন সংস্করণ

ঝিনাইদহে বেড়ছে ডেঙ্গুর প্রকোপ

ঝিনাইদহে বেড়ছে ডেঙ্গুর প্রকোপ

ঝিনাইদহে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দিনদিন বেড়ে যাওয়ায় চিকিৎসা দিতে হিমশম খাচ্ছে চিকিৎসকেরা। বেডে জায়গা না পেয়ে হাসপাতালের মেঝেতে চিকিৎসা নিচ্ছে অনেকে। ২৫০ শয্যার জেনারেল হাসপাতালসহ সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগী। 

চলতি বছরের জানুয়ারি হতে গত ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার পর্যন্ত ১০৫৬ জন রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে। বর্তমান জেলা সদরে ৫৩ জন রোগী ভর্তি রয়েছে। গড় হিসাবে এবার ডেঙ্গু আক্রান্তের সংখ্যা গত বছরের চেয়ে প্রায় দ্বিগুণ বলছে সংশ্লিষ্টরা। 

বর্তমানে জেলা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে হরিণাকুণ্ডুতে ১৪ জন, কালীগঞ্জে ১১জন, শৈলকূপায় ২১জনসহ ৬টি উপজেলায় সর্বমোট ১১৩ জন রোগী ভর্তি আছে। ছোট বড় সব বয়সী মানুষই ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে। এ অবস্থায় জেলাজুড়ে ডেঙ্গু আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 

চিকিৎসা সেবা ঠিকমতো পেলেও রোগী ও স্বজনরা জানান, হাসপাতালের ফ্যান নষ্ট। তাছাড়া হাসপাতালে সার্বক্ষণিক প্যাথলজিস্ট নেই। মশারি টানানোর ব্যবস্থা পর্যন্ত নেই। বাথরুমের অবস্থা খুবই খারাপ। যা ব্যাবহারের অনুপযোগী।

শৈলকূপার দুধসর গ্রামের আইয়ুব আলী জানান, চলতি বছরে আমার গ্রামের ২৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে। বর্তমানে আমি ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছি। হাসপাতালে রোগীর সংখ্যা বেশি হওয়ায় আমি বেডে সিট পাইনি। 

চিকিৎসা নিতে আসা অন্যান্য রোগীও নানা ধরনের সমস্যার কথা জানান। 

এ ব্যাপারে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা ডা. রাশেদ আল-মামুন জানান, বর্তমানে ঝিনাইদহ জেলা শহর থেকে সকল উপজেলাতে ডেঙ্গু পরিস্থিতি আগের থেকে অনেক খারাপ। সেজন্য আমরা ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আলাদা কর্ণার করেছি। নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা করছি এবং ডেঙ্গু স্বাভাবিক রাখতে জনসচেতনতামূলক প্রচারণা করছি। 

ঝিনাইদহ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সৈয়দ রেজাউল ইসলাম না থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। 

তবে ঝিনাইদহের সিভিল সার্জন ডা. শুভ্রা রাণী দেবনাথ জানান, বর্তমানে প্রতিদিন জেলা সদরে ৪০-৫০জন রোগী ভর্তি হচ্ছে। কোনো কোনো দিন ৬০ জন পর্যন্ত ডেঙ্গু রোগী ভর্তি হয়। আর উপজেলাতে ৮-১০জন করে রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। ঝিনাইদহে এখন পর্যন্ত ৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জনসচেতনতা সৃষ্টি করছি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মজিবুর রহমান চৌধুরী
প্রকাশক: স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড-এর পক্ষে মোঃ মজিবুর রহমান চৌধুরী কর্তৃক আবরন প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24@gmail.com, info@swadeshpratidin.com
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মজিবুর রহমান চৌধুরী
প্রকাশক: স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড-এর পক্ষে মোঃ মজিবুর রহমান চৌধুরী কর্তৃক আবরন প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।