মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ ১০ আশ্বিন ১৪৩০

দ্বিধাদ্বন্দ্ব ভুলে শেখ হাসিনার জন্য কাজ করতে হবে: জিল্লুল হাকিম
একে আজাদ, রাজবাড়ী:
প্রকাশ: মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩, ৭:০৭ পিএম | অনলাইন সংস্করণ

দ্বিধাদ্বন্দ্ব ভুলে শেখ হাসিনার জন্য কাজ করতে হবে: জিল্লুল হাকিম

দ্বিধাদ্বন্দ্ব ভুলে শেখ হাসিনার জন্য কাজ করতে হবে: জিল্লুল হাকিম

রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম বলেছেন, সবরকম দ্বিধাদ্বন্দ্ব ভুলে নৌকা তথা শেখ হাসিনার জন্য কাজ করতে হবে। শেখ হাসিনা ছাড়া বিকল্প কিছু নাই আমাদের। 

সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে রাজবাড়ীর পাংশা উপজেলার কসবমাজাইল ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জিল্লুল হাকিম বলেন, গরিব মানুষের জন্য শেখ হাসিনা যেসব সুযোগ সুবিধা দিচ্ছে এর আগে কোন সরকার দেয় নাই। তাই আপনারা শেখ হাসিনার জন্য কাজ করবেন। 

তিনি আরও বলেন, আমাদের এলাকার উন্নয়নের জন্য শেখ হাসিনা রাজবাড়ী-ফরিদপুর উন্নয়ন প্রকল্প নামে একটা প্রকল্প হাতে নিয়েছে। এই প্রকল্পের মধ্যে প্রতিটি গ্রাম অঞ্চলের রাস্তা থেকে শুরু করে বাড়ির রাস্তাও রয়েছে। তাই এগুলো বাস্তবায়নের জন্য আবারও শেখ হাসিনাকে ভোট দিয়ে ক্ষমতায় আনতে হবে। 

তিনি আরও বলেন, পাকিস্তান আমলে এদেশে ৩ কোটি মানুষ ছিলো, তখন না খেয়ে মানুষ মারা যেতো। এখন ২০ কোটি মানুষ হয়েছে। কেউ আর না খেয়ে মারা যায় না। এসব সম্ভব হয়েছে শেখ হাসিনার জন্য।   

আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর এদের কৃষিখাতে বিপ্লব হয়েছে। বিএনপির আমলে ৯২ টাকা কেজি ইউরিয়া সার ছিলো! শেখ হাসিনা ক্ষমতায় আসার পর সেই সার ১৬/১৮ টাকা কেজিতে কৃষক পেয়েছে। এখন আর বিএনপির শাসনামলের মতো কৃষকের বস্তা হাতে সারের দোকানে লাইন দিতে হয় না, চাহিদা অনুযায়ী কৃষক সার কিনতে পারে। 

কসবমাজাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসুদ্দিন মন্ডল শাম সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মশিউর রহমান পিল্টু জোয়াদ্দারের সঞ্চালনায় কর্মী সমাবেশে আরও বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল মোর্শেদ আরুজ, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম বুড়ো, পাংশা পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র মো: ওয়াজেদ আলী মন্ডল, পাংশা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: আব্দুল ওহাব মন্ডল, জেলা পরিষদের সদস্য গোবিন্দ কুমার কুন্ডু, পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দীন বিশ্বাস, কসবমাজাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহারিয়ার সুফল মাহামুদ সহ প্রমুখ। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মজিবুর রহমান চৌধুরী
প্রকাশক: স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড-এর পক্ষে মোঃ মজিবুর রহমান চৌধুরী কর্তৃক আবরন প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24@gmail.com, info@swadeshpratidin.com
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মজিবুর রহমান চৌধুরী
প্রকাশক: স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড-এর পক্ষে মোঃ মজিবুর রহমান চৌধুরী কর্তৃক আবরন প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।