‘আমার মা-ই তো একজন নারী, আমি নারীবিদ্বেষী হতে পারি না’
স্বদেশ ডেস্ক:
|
![]() ডানহাতি পেসার তানজিম সম্প্রতি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হয়ে অভিষেক করেন এবং এক দশকেরও বেশি সময়ের মধ্যে এশিয়া কাপে ভারতের বিপক্ষে টাইগারদের প্রথম জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে মুছে ফেলা এক পোস্টে তানজিম বলেন, যদি কোনো নারী বাইরে কাজ করেন, তাহলে তিনি তার স্বামী ও সন্তানদের ‘হক’ আদায় করতে পারেন না। অন্য একটি পোস্টে (যা বর্তমানে পাওয়া যাচ্ছে না) তিনি উল্লেখ করেছিলেন যে ভার্সিটির ফ্রি-মিক্সিং আড্ডায় অভ্যস্ত মেয়েকে বিয়ে করলে আর যাই হোক সন্তানের জন্য একজন ‘লজ্জাশীলা’ মা দিতে পারবেন না। উভয় পোস্টই নারীদের বিরুদ্ধে তাদের কঠোর কুসংস্কারপূর্ণ প্রকৃতির কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র বিতর্কের জন্ম দেয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, আমরা তানজিমের সঙ্গে যোগাযোগ করেছি। তিনি বিষয়গুলো সম্পর্কে পোস্ট করার কথা স্বীকার করেছেন, তবে তিনি স্পষ্ট করেছেন যে কাউকে অপমান করা কখনই তার উদ্দেশ্য ছিল না। জালাল আরও উল্লেখ করেন যে তানজিম জোর দিয়ে বলেন, তিনি নারীদের প্রতি কোনো অসম্মান পোষণ করেন না, তার মাও একজন নারী এবং তিনি ‘নারীবিদ্বেষী হতে পারেন না’। জালাল বলেন, বিতর্ক সৃষ্টিকারী পোস্টগুলো সম্পর্কে আমরা তাকে সতর্ক করেছি। আমরা তাকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার সময় সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছি, কারণ এই প্ল্যাটফর্মগুলোতে তার আচরণ বোর্ড কর্তৃক পর্যবেক্ষণের আওতায় থাকতে পারে। তানজিম বোর্ডের মাধ্যমে পোস্টের জন্য দুঃখ প্রকাশ করে বলেন, ভবিষ্যতে তিনি এ ধরনের বক্তব্য দেওয়া থেকে বিরত থাকবেন। জালাল বলেন, তানজিম সাকিবের পরিবারও তার পোস্ট নিয়ে উদ্বিগ্ন। সে একজন তরুণ খেলোয়াড় এবং এ কারণেই আমরা তাকে সতর্ক করা প্রয়োজন বলে মনে করেছি। |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |