ঢাকা মহানগর দক্ষিণ আ. লীগের দপ্তর সম্পাদককে অব্যাহতি
স্বদেশ ডেস্ক:
|
![]() ঢাকা মহানগর দক্ষিণ আ. লীগের দপ্তর সম্পাদককে অব্যাহতি মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী। আবু আহমেদ মন্নাফী বলেন, রিয়াজ উদ্দিনকে দল থেকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, তা জানতে ১৫ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান শেরেবাংলা বালিকা মহাবিদ্যালয়ের (নারী শিক্ষা মন্দির) শিক্ষক-শিক্ষার্থীদের যৌন হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠে বিদ্যালয়টির সভাপতি রিয়াজ উদ্দিনের বিরুদ্ধে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে এরই মধ্যে তিনি শেরেবাংলা বালিকা মহাবিদ্যালয়ের সভাপতির পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। এ বিষয়ে রিয়াজ উদ্দিন গণমাধ্যমকে বলেন, একটা মহল আমার বিরুদ্ধে লেগেছে। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ তোলা হয়েছে, তা বানোয়াট। প্রত্যেকটা অভিযোগের বিপরীতে আমার কাছে সুষ্পষ্ট কাগজ আছে। অব্যাহতির বিষয়ে রিয়াজ উদ্দিন বলেন, আমার হাতে এখনো অব্যাহতির কাগজ আসেনি।
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |