সোনাগাজীতে জেলের ঝুলন্ত লাশ উদ্ধার
সোনাগাজী প্রতিনিধি:
|
![]() সোনাগাজীতে জেলের ঝুলন্ত লাশ উদ্ধার সোমবার (১৮ সেপ্টেম্বর) সকালে চরমজলিশপুর ইউনিয়নের কুঠিরহাট আশা অফিসের সামনে একটি কড়ই গাছের ডালে ঝুলতে দেখে লোকজন থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা এই ঘটনাকে আত্মহত্যা বলেই প্রাথমিকভাবে ধারনা করেছেন। মৃত হিরন চন্দ্র দাশের স্ত্রী হীরা বালা দাস জানান, পরিবারে আর্থিক সংকটসহ নানা ধরনের সমস্যাজনিত কারণে সে আত্মহত্যার পথ বেঁচে নিতে পারে। সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ হাসান ইমাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়না তদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |