মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ ১০ আশ্বিন ১৪৩০

রাজবাড়ীতে ২৪ ঘণ্টায় ৫০ জন ডেঙ্গু আক্রান্ত
একে আজাদ, রাজবাড়ী:
প্রকাশ: সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩, ৭:৪৪ পিএম | অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে ২৪ ঘণ্টায় ৫০ জন ডেঙ্গু আক্রান্ত

রাজবাড়ীতে ২৪ ঘণ্টায় ৫০ জন ডেঙ্গু আক্রান্ত

রাজবাড়ীর হাসপাতালগুলোতে ভর্তিকৃত ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৫০ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। বর্তমানে জেলা সদরসহ উপজেলা হাসপাতালগুলোতে ভর্তি রয়েছেন ১১৩ রোগী।

সোমবার  (১৮ সেপ্টেম্বর ) দুপুরে সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন এ তথ্য জানিয়েছেন।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, জেলায় এখন পর্যন্ত ১৮৬৪ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন ১৭৫১ জন।

চিকিৎসাধীন রোগীর মধ্যে রাজবাড়ী সদর হসপিটালে ২৪ জন, পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৪ জন, কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৮ জন, বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৫ জন ও গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১২ জন ভর্তি রয়েছে। 

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে রাজবাড়ী সদরে ১২ জন, পাংশায় ৭ জন, বালিয়াকান্দিতে ৭ জন, কালুখালীতে ১২ জন, গোয়ালন্দে ১২ জন।

তবে ডেঙ্গু আক্রান্ত রোগীদের জন্য আলাদা ওয়ার্ড না থাকলেও পর্যাপ্ত কিট, ওষুধ ও মশারি রয়েছে বলে জানিয়েছেন রাজবাড়ী সিভিল সার্জন ডা: মোহাম্মদ ইব্রাহিম টিটন।

তিনি আরও বলেন, ডেঙ্গু আক্রান্ত রোগীর প্রথমত মশারির মধ্যে থাকতে হবে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চললে দ্রুতই সুস্থ হওয়া সম্ভব। তবে সচেতনতার বিকল্প নাই। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মজিবুর রহমান চৌধুরী
প্রকাশক: স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড-এর পক্ষে মোঃ মজিবুর রহমান চৌধুরী কর্তৃক আবরন প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24@gmail.com, info@swadeshpratidin.com
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মজিবুর রহমান চৌধুরী
প্রকাশক: স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড-এর পক্ষে মোঃ মজিবুর রহমান চৌধুরী কর্তৃক আবরন প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।