মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ ১০ আশ্বিন ১৪৩০

সাধারণ মানুষ ভালো নেই: কৃষিমন্ত্রী
স্বদেশ ডেস্ক:
প্রকাশ: সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩, ৫:১৮ পিএম | অনলাইন সংস্করণ

সাধারণ মানুষ ভালো নেই: কৃষিমন্ত্রী 
কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, দেশের ১৭ কোটি মানুষের খাদ্যের ব্যবস্থা অনেক বড় চ্যালেঞ্জ। তারপরও আমরা মানুষকে খাওয়াচ্ছি। তবে, পেঁয়াজ-রসুনের দাম বেশি থাকায় সাধারণ মানুষ ভালো নেই।

সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে এক সমিনারে তিনি এ কথা বলেন।

বিএনপির উদ্দেশে কৃষিমন্ত্রী বলেন, আন্দোলন-সংগ্রাম করে সরকারকে হটাতে পারবেন না। ভুল পথ থেকে বেরিয়ে নির্বাচনে আসুন। জনগণ যে রায় দেবে আমরা সেটাই মেনে নেব।

আব্দুর রাজ্জাক বলেন, শুনলাম বিএনপি নতুন কর্মসূচি দিয়েছে। তারা নাকি আগামী ১৫ দিন প্রতিদিনই রাজনৈতিক কর্মসূচি অব্যাহত রাখবে। তারা হুমকি দিচ্ছে, রাজধানীকে সারাদেশ থেকে বিচ্ছিন্ন করে দেবে। সরকার পতনে গত ১৪ বছর বিএনপি সফল হয়নি, আগামী এক-দেড় মাসেও পারবেন না।

তিনি বলেন, সরকার হটানোর আন্দোলনে বিএনপি আবার ব্যর্থ হবে। এরপর চরম হতাশায় নিমজ্জিত হবে। সময় থাকতে ভুল পথ থেকে বেরিয়ে আসুন। ব্যর্থতার গ্লানি নেওয়ার চেয়ে নির্বাচনে আসুন।

আওয়ামী লীগের এই নেতা বলেন, আমরা চাই একটি শক্তিশালী বিরোধীদল থাকুক। এটা যেকোনো দেশের সরকারের জবাবদিহিতার জন্য গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, বর্তমানে সরকারের আমলে কৃষি উৎপাদনে বিরাট পরিবর্তন এসেছে। কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেশ পরিচালনা করা হচ্ছে। সার্বিক উন্নয়নে আগামীতেও কৃষি অনেক গুরুত্ব রাখবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মজিবুর রহমান চৌধুরী
প্রকাশক: স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড-এর পক্ষে মোঃ মজিবুর রহমান চৌধুরী কর্তৃক আবরন প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24@gmail.com, info@swadeshpratidin.com
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মজিবুর রহমান চৌধুরী
প্রকাশক: স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড-এর পক্ষে মোঃ মজিবুর রহমান চৌধুরী কর্তৃক আবরন প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।