মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ ১০ আশ্বিন ১৪৩০

যেসব জেলায় বইছে তাপপ্রবাহ
স্বদেশ ডেস্ক:
প্রকাশ: সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩, ৫:১১ পিএম | অনলাইন সংস্করণ

যেসব জেলায় বইছে তাপপ্রবাহ

যেসব জেলায় বইছে তাপপ্রবাহ

দেশের ৩৫টি জেলার ওপর দিয়ে আজ তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

সংস্থাটি বলছে, গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে ৩৭.৪ ডিগ্রি সেলসিয়াস। আর আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল বান্দরবানে ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস।

সোমবার (১৮ সেপ্টেম্বর) সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আজ রাজশাহী বিভাগের ৮টি, রংপুর বিভাগের ৮টি, ময়মনসিংহ বিভাগের ৪টি ও সিলেট বিভাগের ৪টি জেলা এবং ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, কিশোরগঞ্জ, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, বরিশাল, ভোলা, ফেনী ও কুমিল্লা জেলাসহ মোট ৩৫টি জেলার ওপর দিয়ে মৃদৃ তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে। এ ছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আগামীকাল মঙ্গলবার (১৯ সেপ্টম্বর) ও পরশু বুধবার (২০ সেপ্টম্বর) সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, গতকাল দেশের উল্লেখযোগ্য তাপমাত্রার মধ্যে সৈয়দপুর ও সীতাকুণ্ডে ৩৭.২, ফেনী ও রাজারহাটে ৩৭.০, ঢাকায় ৩৬.৯, টাঙ্গাইল, যশোর, চুয়াডাঙ্গা ও রংপুরে ৩৬.৮, ঈশ্বরদীতে ৩৬.৭, রাজশাহী ও তাড়াশে ৩৬.৬, ফরিদপুর, নেত্রকোনা ও দিনাজপুরে ৩৬.৫, তেঁতুলিয়ায় ৩৬.৪, বরিশালে ৩৬.৩, কুমারখালীতে ৩৬.২, কুমিল্লা ও বদলগাছীতে ৩৬.১, বগুড়া, ময়মনসিংহ, ভোলা, ডিমলা ও নিকলিতে ৩৬.০ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মজিবুর রহমান চৌধুরী
প্রকাশক: স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড-এর পক্ষে মোঃ মজিবুর রহমান চৌধুরী কর্তৃক আবরন প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24@gmail.com, info@swadeshpratidin.com
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মজিবুর রহমান চৌধুরী
প্রকাশক: স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড-এর পক্ষে মোঃ মজিবুর রহমান চৌধুরী কর্তৃক আবরন প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।