মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ ১০ আশ্বিন ১৪৩০

পাংশায় দেশীয় অস্ত্র ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ২
একে আজাদ, রাজবাড়ী:
প্রকাশ: শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩, ৮:০০ পিএম | অনলাইন সংস্করণ

পাংশায় দেশীয় অস্ত্র ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ২

পাংশায় দেশীয় অস্ত্র ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ২

রাজবাড়ী জেলার পাংশা কলিমোহর ইউনিয়ন থেকে একটি দেশীয় ওয়ান শুটারগান ও এক রাউন্ড তাজা গুলিসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছে রাজবাড়ী পুলিশ সুপার জি. এম. আবুল কালাম আজাদ।

শুক্রবার রাতে পাংশা থানাধীন কলিমহর ইউনিয়নের বসা কুষ্টিয়া গ্রামের আব্দুর রহমান মণ্ডল এর বসতবাড়ির উত্তর পাশে ব্রিজের উপর হতে আসামিদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, কুষ্টিয়া জেলার খোকসা থানাধীন শিমুলিয়া ইউনিয়নের বসোয়া পশ্চিমপাড়া গ্রামের মিন্টু ওরফে মন্টু শেখের ছেলে জাহাঙ্গীর শেখ (২১) ও একই উপজেলা ওসমানপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের মৃত দুলাল শেখের ছেলে আশরফ ওরফে আশরাফুল শেখ (৪২)।

পুলিশ সুপার জি. এম. আবুল কালাম আজাদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা উদ্ধারকৃত অবৈধ অস্ত্র-গুলি পরস্পর হাত বদলের মাধ্যমে তাদের নিজ নিজ হেফাজতে রেখে পাংশা থানা এলাকার বিভিন্ন ইউনিয়নে অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি করে। তারা সাধারণ মানুষকে অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদা চাইত, চাঁদা না দিলে মেরে ফেলার হুমকি দিত।

তিনি বলেন, রাজবাড়ীর মানুষ শান্তিপ্রিয়, তাদের শান্তি বিনষ্টকারীদের বিরুদ্ধে আমাদের কঠোর ব্যবস্থাগ্রহণ অব্যাহত থাকবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মজিবুর রহমান চৌধুরী
প্রকাশক: স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড-এর পক্ষে মোঃ মজিবুর রহমান চৌধুরী কর্তৃক আবরন প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24@gmail.com, info@swadeshpratidin.com
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মজিবুর রহমান চৌধুরী
প্রকাশক: স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড-এর পক্ষে মোঃ মজিবুর রহমান চৌধুরী কর্তৃক আবরন প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।