মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ ১০ আশ্বিন ১৪৩০

ওবায়দুল কাদেরের রোগমুক্তি কামনায় নোয়াখালীতে দোয়া
নোয়াখালী প্রতিনিধি:
প্রকাশ: শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩, ৭:৫৬ পিএম | অনলাইন সংস্করণ

ওবায়দুল কাদেরের রোগমুক্তি কামনায় নোয়াখালীতে দোয়া

ওবায়দুল কাদেরের রোগমুক্তি কামনায় নোয়াখালীতে দোয়া

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আবারও অসুস্থতাবোধ করায় তাঁর রোগমুক্তি কামনায় নোয়াখালীতে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে নোয়াখালী জেলা, সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

এতে জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম চৌধুরী সেলিম, সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহিন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সহিদ উল্যাহ খান সোহেল, পৌর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু, সাধারণ সম্পাদক মিথুন ভট্ট, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান নাছেরসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেয়।

এদিকে, ওবায়দুল কাদেরের দ্রুত রোগমুক্তি কামনায় বাদ আছর জেলার সদর ও সুবর্ণচর উপজেলার শতাধিক মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন নোয়াখালী-৪ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহিন। সদর উপজেলার মহব্বতপুর ছমির উদ্দিন নাজির জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইবনে ওয়াজিদ ইমন ও জেলা ছাত্রলীগ নেতা খালেদ মোশারফ সঞ্জয়। এছাড়া সদর-সুবর্ণচরের বিভিন্ন মসজিদে দোয়ায় অংশ নেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

ওবায়দুল কাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি০৫৮৪ ফ্লাইটযোগে শনিবার সকালে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন।

২০১৯ সালের ২ মার্চ শ্বাসকষ্ট শুরু হলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। সেখানে দ্রুত এনজিওগ্রাম করার পর তার হৃৎপিন্ডের রক্তনালিতে তিনটি ব্লক ধরা পড়ে। বিশ্বখ্যাত ভারতীয় হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দেবী শেঠী ঢাকায় এসে তাকে দেখার পর সিঙ্গাপুরে যাওয়ার পরামর্শ দেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মজিবুর রহমান চৌধুরী
প্রকাশক: স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড-এর পক্ষে মোঃ মজিবুর রহমান চৌধুরী কর্তৃক আবরন প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24@gmail.com, info@swadeshpratidin.com
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মজিবুর রহমান চৌধুরী
প্রকাশক: স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড-এর পক্ষে মোঃ মজিবুর রহমান চৌধুরী কর্তৃক আবরন প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।