মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ ১০ আশ্বিন ১৪৩০

স্বাধীনতা বিরোধী কোন ব্যক্তির বিচার হলেই বিএনপির আঁতে ঘা লাগে: হানিফ
ফয়সাল চৌধুরী:
প্রকাশ: শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩, ৬:২৭ পিএম | অনলাইন সংস্করণ

স্বাধীনতা বিরোধী কোন ব্যক্তির বিচার হলেই বিএনপির আঁতে ঘা লাগে: হানিফ

স্বাধীনতা বিরোধী কোন ব্যক্তির বিচার হলেই বিএনপির আঁতে ঘা লাগে: হানিফ

আওয়ামী লীগের যগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর ৩ আসনের সংসদ সদস্য মাহবুব-উল আলম হানিফ বলেছেন, বিএনপি কখনোই আইনের শাসনের প্রতি বিশ্বাসী না। বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বঙ্গবন্ধুর হত্যার পরে বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার বন্ধ করে দিয়েছিলেন এবং তাদেরকে পুরস্কৃত করেছিলেন। জিয়াউর রহমানের হত্যার পরে তাদের নেতার  হত্যাকারীদেরও বিচার করেনি বিএনপি। আসলে তারা আইনের শাসনে বিশ্বাসী না এবং বিচারের বিভাগে বিশ্বাসী না। যার কারণে যে কোন অন্যায় অপরাধে বিচার হলে, তাদের কাছে মনে হয় বিচারটা সঠিক হচ্ছে না। বিশেষ করে স্বাধীনতা বিরোধী কোন ব্যক্তির বিচার হলেই বিএনপির আঁতে ঘা লাগে। 

শনিবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় কুষ্টিয়া শিল্পকলার অডিটোরিয়ামে সোহান'স কোচিং সেন্টারের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দেশের বিভিন্ন মেডিকেল, ইঞ্জিনিয়ারিং ও বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত কুষ্টিয়ার কৃতি শিক্ষার্থীদের নিয়ে মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলামের উদ্দেশ্যে হানিফ এমপি বলেন, মির্জা ফখরুল ইসলাম গণতন্ত্রের যেসব কথা বলেন তিনি কি গণতন্ত্রের সংজ্ঞা জানেন?

মির্জা ফখরুলের যে দল সে দলই তো সৃষ্টি হয়েছে অবৈধ পন্থায়। ক্যান্টনমেন্টে সাময়িক বাহিনী পকেটে বসে তার নেতা জিয়াউর রহমান এই দল গঠন করেছিলেন। দলটা এত অবৈধ পন্থা গঠন হয়েছিল। এই দলের নেতা হিসেবে তিনি গণতন্ত্রের কথাও বলেন তার লজ্জা করা উচিত।

হানিফ এমপি আরও বলেন, বঙ্গবন্ধু সারা জীবন বাংলাদেশের প্রতিটি সেক্টরের উন্নয়নের জন্য মৃত্যুর আগ পর্যন্ত তিনি সংগ্রাম চালিয়ে গেছেন। আজ তাঁরই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশ ডিজিটাল বাংলাদেশের পর স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে। মেট্রোরেল, পদ্মাসেতু, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রসহ নানা মেগা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে তাঁরই হাত ধরে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে এসময় হানিফ এমপি আরও বলেন, আমরা সব সময় বলি শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড, শিক্ষার কোন বিকল্প নেই এবং জ্ঞানই হচ্ছে মানুষের শক্তি। সার্টিফিকেট অর্জন করাই প্রকৃত শিক্ষা নয়। আমাদেরকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে। প্রকৃত শিক্ষা সৎ ও নিষ্ঠার সাথে জীবন যাপন করতে শেখায়, বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে শিখায়। মতবিনিময় সভা শেষে এ সময় তিনি কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট বিতরণ করেন। এ পর্যন্ত সোহান'স এ্যাডমিশন কোচিং সেন্টার থেকে মেডিকেল, ইঞ্জিনিয়ারিং ও বিশ্ববিদ্যালয়ে পাঁচ শতধিক শিক্ষার্থী চান্স পেয়েছেন।

সোহান'স এ্যাডমিশন কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ নাহিদুল ইসলাম সোহানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের যগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর ৩ আসনের সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুষ্টিয়া সদর উপজেলার চেয়ারম্যান ও কুষ্টিয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মজিবুর রহমান চৌধুরী
প্রকাশক: স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড-এর পক্ষে মোঃ মজিবুর রহমান চৌধুরী কর্তৃক আবরন প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24@gmail.com, info@swadeshpratidin.com
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মজিবুর রহমান চৌধুরী
প্রকাশক: স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড-এর পক্ষে মোঃ মজিবুর রহমান চৌধুরী কর্তৃক আবরন প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।