মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ ১১ আশ্বিন ১৪৩০

বিএনপি নেতারা বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন: রিজভী
স্বদেশ ডেস্ক:
প্রকাশ: শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩, ৪:২২ পিএম | অনলাইন সংস্করণ

বিএনপি নেতারা বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন: রিজভী

বিএনপি নেতারা বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, জেলখানায় বিএনপি নেতারা বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন। হিটলারের ক্যাম্পে যে কায়দায় মানুষ মারা হয়েছে, বিএনপি নেতারা একইভাবে জেলখানায় মারা যাচ্ছে। 

শনিবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, এখন শেখ হাসিনার টার্গেট ওপরের দিকে। তিনি নির্বাচনকে নির্বিঘ্ন করতে চান। এই কারণে তিনি এখন মরণ খেলায় নেমেছেন। কিন্তু এখন আর তিনি তা পারবেন না। কারণ যারা গণতন্ত্র বিশ্বাস করে তারা একযোগে রাস্তায় নেমে অবরোধ করে এ সরকারকে রুখে দেবে।

রুহুল কবির রিজভী বলেন, মানবাধিকারের এবং গণতন্ত্রের কথা বললে আওয়ামী লীগ প্রতিক্রিয়া দেখায়। গত ১৫ বছর ধরে আওয়ামী লীগ গুম ও খুনের শাসন চালিয়েছে। আমাদের ইলিয়াস আলী কোথায়? চৌধুরী আলম, জাকির ও সুমন তারা সবাই কোথায়? আওয়ামী লীগের এ সবকিছুই বিদেশিরা জানে। তবে, এগুলো নিয়ে কথা বলা যাবে না। শেখ হাসিনার সরকার গুম-খুন করলে সেটা ঠিক। আর আমরা যদি মানবাধিকারের কথা বলি তাহলে তারা প্রচণ্ড রেগে যায়। সুষ্ঠু নির্বাচন আওয়ামী লীগের চরম শত্রু।

তিনি বলেন, শেখ হাসিনা এবং তার সরকার যদি নির্বাচিত হতো তাহলে তারা একটা সার্ভে করতেন। খালেদা জিয়া ও ড. ইউনূসসহ যাদের নামে মামলা দিয়েছেন এতে জনগণ আপনার পক্ষে না বিপক্ষে। তিনি তো তা করবেন না। তিনি সার্ভে বিশ্বাস করেন না। গণতন্ত্রের কোনো প্রথা-পদ্ধতি তিনি বিশ্বাস করেন না।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মজিবুর রহমান চৌধুরী
প্রকাশক: স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড-এর পক্ষে মোঃ মজিবুর রহমান চৌধুরী কর্তৃক আবরন প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24@gmail.com, info@swadeshpratidin.com
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মজিবুর রহমান চৌধুরী
প্রকাশক: স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড-এর পক্ষে মোঃ মজিবুর রহমান চৌধুরী কর্তৃক আবরন প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।