নজরুল বিশ্ববিদ্যালয়ে পালিত হয়েছে ‘গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক-২০২৩’
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
|
![]() নজরুল বিশ্ববিদ্যালয়ে পালিত হয়েছে ‘গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক-২০২৩’ শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল সংগঠনগুলোকে সাথে নিয়ে ‘Make Noise Raise Voice For Climate Change' প্রতিপাদ্যকে ধারণ করে এ কর্মসূচি পালন করে নির্ভয় ফাউন্ডেশন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জি, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. তপন কুমার সরকার ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। এসময় বক্তারা বিশ্বের জলবায়ু পরিবর্তনের বিভিন্ন প্রভাব ও ক্ষতিকর দিক তুলে ধরে বক্তব্য প্রদান করেন। অধ্যাপক ড. তপন কুমার সরকার বলেন, প্রকৃতিকে প্রকৃতির মত থাকতে দিতে হবে, প্রকৃতি তার নিজস্ব গতিতে চলবে, তা বাঁধাগ্রস্ত হলেই দুর্গতি হবে। পৃথিবীতে যত প্রাণি আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রাণি মানবকুল, কিন্তু বর্তমানে ক্লাইমেট চেঞ্জ যে একটা মহামারির দিকে যাচ্ছে সেজন্য দায়ী আমরা মানুষরাই। আমাদেরকে নিজের জায়গা থেকে সচেতন হতে হবে। প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জি বলেন, আমাদের পরিবেশ ক্ষতিকারক উপাদান বাড়াচ্ছি, পরিবেশ বান্ধব উপাদান নিঃশেষ করে ফেলছি। যা নেতিবাচক দিকে যাচ্ছে। আমরা যেটাকে মানতে হবে বলছি সেটা মানছি না। আমরা আধুনিকায়ন করছি, কিন্তু পরিবেশ সহায়ক হচ্ছি না। আমাদেরকে যে যার জায়গা থেকে সচেতন হতে হবে, পরিবেশের প্রতি দায়িত্বশীল আচরণ করতে হবে, পরিবেশ রক্ষায় বেশি বেশি বনায়ন করতে হবে। |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |