শনিবার ৭ সেপ্টেম্বর ২০২৪
ছাগল চরানো নিয়ে সংঘর্ষ, প্রাণ গেল ৫ জনের
আন্তর্জাতিক ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩, ৬:৫০ পিএম
ছাগল চরানো নিয়ে সংঘর্ষ, প্রাণ গেল ৫ জনের 

গ্রামের চারণভূমিতে ছাগল চরানো নিয়ে তুমুল সংঘর্ষের জেরে অন্তত ৫ জন নিহত হয়েছে। এছাড়াও আহত হয়েছে আরও দুইজন। ভারতের মধ্য প্রদেশের দাতিয়া জেলায় ঘটেছে এ ঘটনা। 

বৃহস্পতিবার এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে চারজন যুবক এবং একজন বয়স্ক লোক আছেন। ছাগল চরানো নিয়ে দুই গোষ্ঠী বিবাদ মেটাতে বৈঠকে বসেছিল। কিন্তু সেটি রণক্ষেত্র রুপ নেয়। 

দাতিয়ার পুলিশ সুপার প্রদীপ শর্মা বলেছেন, দাঙ্গি ও পাল সম্প্রদায়ের ব্যক্তিরা গত বুধবার ছাগল চরানোর বিবাদ সমাধানে আলোচনায় বসে। কিন্তু সেখানে একপর্যায়ে বিতর্ক শুরু হয় উভয় পক্ষের মধ্যে। এরপরে তা থেকে সংঘর্ষ এবং গোলাগুলি হয়। 

প্রদীপ শর্মা আরও বলেছেন, সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষ থেকে ছয় ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এবং এই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। নিহত চারজনের বয়স ৩০ বছরের কোটায় এবং একজনের বয়স ৭০ বছরের বেশি। আহত দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

নিহত তিনজন দাঙ্গি সম্প্রদায়ের এবং দুইজন পাল সম্প্রদায়ের বলে প্রতিবেদনে বলা হয়েছে। ওই এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






● সর্বশেষ সংবাদ  
● সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক আবরণ প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24@gmail.com, info@swadeshpratidin.com
● স্বদেশ প্রতিদিন   ● বিজ্ঞাপন   ● সার্কুলেশন   ● শর্তাবলি ও নীতিমালা   ● গোপনীয়তা নীতি   ● যোগাযোগ
🔝