আরও কোমল টিস্যু নিয়ে বাজারে এলো বসুন্ধরার নতুন ব্র্যান্ড ‘পেটাল’
স্বদেশ ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩, ৫:৩৭ পিএম
আরও কোমল টিস্যু নিয়ে বাজারে এলো বসুন্ধরার নতুন ব্র্যান্ড ‘পেটাল’
আরও বেশি কোমল ও অধিক শোষণক্ষমতা নিয়ে বাজারে এসেছে ‘পেটাল’ টিস্যু।
বৃহস্পতিবার (সেপ্টেম্বর ১৪) বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টারে এক উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে যাত্রা শুরু করলো নতুন এ ব্র্যান্ডটি।
বসুন্ধরা পেপার মিলস্ লিমিটেড অত্যাধুনিক ইটালিয়ান টেকনলোজি মেশিন এবং ১০০ শতাংশ ভার্জিন পাল্প ব্যবহার করেছে পেটাল টিস্যু তৈরিতে। বাংলাদেশি ক্রেতাদের জন্য এবারই সর্বপ্রথম আরও বেশি কোমল ও অধিক শোষণক্ষমতাসম্পন্ন নতুন এই টিস্যু ব্র্যান্ডটি বাজারজাত করেছে প্রতিষ্ঠানটি।
ব্র্যান্ডটি দৈনন্দিন ব্যবহারের কথা মাথায় রেখে বেশ কয়েকটি ক্যাটাগরিতে ১৫ প্রকারের টিস্যু নিয়ে পূর্ণ পরিসরে যাত্রা শুরু করেছে। এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোস্তাফিজুর রহমান।
তিনি বলেন, বসুন্ধরা গ্রুপ দেশ ও মানুষের কল্যাণে সর্বদা গুণগত মানসম্পন্ন পণ্য বাজারজাত করে আসছে। তারই ধারাবাহিকতায় সবার জন্য আন্তর্জাতিক মানের পেটাল টিস্যু নিয়ে এসেছি আমরা। ক্রমবর্ধমান চাহিদা ও বাজার বিভাজনের মাধ্যম পণ্যটি ভোক্তাদের মন জয় করে নেবে বলে আমাদের প্রত্যাশা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চিফ সেলস অফিসার মোহাম্মদ মাসুদুর রহমান, চিফ ফিনান্সিয়াল অফিসার (বিপিএমএল) মোহাম্মদ কামরুল হাসান, কোম্পানি সেক্রেটারি (সেক্টর সি) মোহাম্মদ মাজেদুল ইসলাম, হেড অব মার্কেটিং (সেক্টর সি) মোহাম্মদ আলাউদ্দিন, মার্কেটিং ম্যানেজার ইমরানুল কবিরসহ আরও অনেকে।
প্রকাশক: স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড-এর পক্ষে মোঃ মজিবুর রহমান চৌধুরী কর্তৃক আবরন প্রিন্টার্স, মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24[at]gmail.com, info[at]swadeshpratidin.com