পরিচালক সোহানুর রহমান আর নেই
স্বদেশ ডেস্ক:
|
![]() পরিচালক সোহানুর রহমান আর নেই বুধবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির উপমহাসচিব অপূর্ব রানা। শিবলি সাদিকের সহকারী হিসেবে চলচ্চিত্র জীবন শুরু করেন সোহান। রোমান্টিক সিনেমার নির্মাতা হিসেবে বিশেষভাবে পরিচিত তিনি। সোহান তার ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে সালমান শাহ ও মৌসুমীকে সিনেমায় নিয়ে আসেন। শাকিব খানের প্রথম মুক্তিপ্রাপ্ত ‘অনন্ত ভালোবাসা’ সিনেমারও পরিচালক তিনি। তিনি শাকিল খান ও ইরিন জামানেরও প্রথম ছবির পরিচালক। সোহানুর রহমান সোহানের পরিচালিত প্রথম সিনেমা ‘বিশ্বাস অবিশ্বাস’। এছাড়া তিনি নির্মাণ করেছেন ‘বেনাম বাদশাহ’, ‘স্বজন’, ‘আমার ঘর আমার বেহেশত’-এর মতো জনপ্রিয় ও সুপারহিট নানা সিনেমা। এদিকে, গতকাল মঙ্গলবার স্ত্রী হারান সোহানুর রহমান সোহান। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি ব্রেইন স্ট্রোক করেছিলেন বলে জানা গেছে।
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |