মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ ১০ আশ্বিন ১৪৩০

আইসিসির আগস্ট মাসের সেরা খেলোয়াড় বাবর আজম
স্পোর্টস ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩, ৭:৪৪ পিএম | অনলাইন সংস্করণ

আইসিসির আগস্ট মাসের সেরা খেলোয়াড় বাবর আজম
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের(আইসিসি) ‘মান্থ অব দ্য’ আগস্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাবর আজম। 

আইসিসি ওয়ানডে ব্যাটিং র‌্যাংকিংয়ের শীর্ষে থাকা পাকিস্তানি ব্যাটার আজম দুর্দান্ত নৈপুন্য দেখিয়ে আগস্ট মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।    

সতীর্থ সাদাব খান এবং ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ব্যাটার নিকোলাস পুরানকে হারিয়ে তৃতীয়বারের মতো এই খেতাবে ভূষিত হয়েছেন পাকিস্তান অধিনায়ক। এই সম্মানে ভূষিত হয়ে রোমঞ্চিত বাবর বলেন, ২০২৩ সালের আগস্ট মাসের আইসিসি সেরা খেলোয়াড় নির্বাচিত হতে পেরে আমি আনন্দিত। আগের মাসটি ছিল আমার ও দলের জন্য দুর্দান্ত। কারণ আমরা কিছু অসাধারণ পারফর্মেন্স করেছি। দীর্ঘ দিন পর পাকিস্তানে অনুষ্ঠিত হচ্ছে এশিয়া কাপ। মুলতান ও লাহোরে দর্শকদের সামনে খেলতে পারাটা ছিল অসাধারন। মুলতানে নিজ দর্শকদের সামনে দ্বিতীয়বারের মতো ১৫০ রানের মাইলফলক অতিক্রম করতে পারায় আনন্দের মাত্রাটা দ্বিগুন করে দিয়েছে।

পাকিস্তান অধিনায়ক বলেন, এশিয়া কাপের রোমঞ্চকর পর্বের দ্বরপ্রান্তে এসে আসন্ন আইসসিসি পুরুষ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে আমি আরো বেশি ফর্ম প্রদর্শনের জন্য মুখিয়ে আছি। আমি এবং পুরো দল পাকিস্তানের লাখ লাখ সমর্থকদের আনন্দ দিতে ও মুখে হাসি ফোটাতে চাই।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মজিবুর রহমান চৌধুরী
প্রকাশক: স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড-এর পক্ষে মোঃ মজিবুর রহমান চৌধুরী কর্তৃক আবরন প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24@gmail.com, info@swadeshpratidin.com
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মজিবুর রহমান চৌধুরী
প্রকাশক: স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড-এর পক্ষে মোঃ মজিবুর রহমান চৌধুরী কর্তৃক আবরন প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।