রাজধানীর খিলগাঁও রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় খোরশেদ আলী (৯০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকাল পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় এক পথচারী উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সকাল ১০টায় চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. টিপু সুলতান জানান, সকালের দিকে খিলগাঁও রেলগেট পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় মাথায় গুরুতর আঘাত পান ওই বৃদ্ধ।
তিনি বলেন, গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল নিয়ে আসি। সেখানে ৯৮ নং ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ১০টার দিকে মারা যান তিনি। ওই বৃদ্ধ ভিক্ষাবৃত্তি করতেন বলে জানতে পেরেছি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি আমরা রেলওয়ে থানা পুলিশকে জানিয়েছি।