মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩
পাকিস্তানে নৌবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, প্রাণ গেল ৩ জনের
আন্তর্জাতিক ডেস্ক:
প্রকাশ: সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩, ৮:০১ পিএম
পাকিস্তানে নৌবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, প্রাণ গেল ৩ জনের

পাকিস্তানে নৌবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, প্রাণ গেল ৩ জনের

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের গোয়াদর শহরে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে দেশটির নৌবাহিনীর দুই কর্মকর্তা ও এক সেনা নিহত হয়েছেন। সংবাদমাধ্যম ডন -এর এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

সোমবার (৪ সেপ্টেম্বর) নৌবাহিনীর একজন মুখপাত্র এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, হেলিকপ্টারটি গোয়াদরে প্রশিক্ষণ ফ্লাইটের সময় বিধ্বস্ত হয়েছে। সম্ভাব্য প্রযুক্তিগত সমস্যার কারণে হেলিকপ্টারটি উড্ডয়নের সময় বিধ্বস্ত হয়। এতে এ হতাহতের ঘটনা ঘটে।

মুখপাত্র জানান, হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় তদন্ত শুরু করা হয়েছে।

দেশটির তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন।  

সাবেক রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে এক পোস্টে এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ও নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের (পিএমএল-এন) সহ-সভাপতি মরিয়ম নওয়াজ হেলিকপ্টার বিধ্বস্তে নিহতদের প্রতি শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি নিহত সেনা কর্মকর্তাদের আত্মার শান্তি কামনা করেছেন।

দেশটির জাতীয় পরিষদের স্পিকার রাজা পারভেজ আশরাফও নিহতদের প্রতি শোক প্রকাশ ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। দেশ ও জাতির স্বার্থে সশস্ত্র বাহিনী ত্যাগ স্বীকার করেছে তা চিরদিন স্মরণ করা হবে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






● সর্বশেষ সংবাদ  
● সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
ভারপ্রাপ্ত সম্পাদক : লুৎফর রহমান হিমেল
প্রকাশক: স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড-এর পক্ষে মোঃ মজিবুর রহমান চৌধুরী কর্তৃক আবরন প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24[at]gmail.com, info[at]swadeshpratidin.com
● স্বদেশ প্রতিদিন   ● বিজ্ঞাপন   ● সার্কুলেশন   ● শর্তাবলি ও নীতিমালা   ● গোপনীয়তা নীতি   ● যোগাযোগ
🔝