লঞ্চ-খেয়াঘাটে প্রবেশ ফি কেন অবৈধ নয়: হাইকোর্ট
নিজস্ব প্রতিবেদক
|
লঞ্চ-খেয়াঘাটে প্রবেশ ফি কেন অবৈধ নয়: হাইকোর্ট আজ বৃহস্পতিবার (৩১ আগস্ট) জনস্বার্থে এক আইনজীবীর করা রিটের শুনানি নিয়ে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। চার সপ্তাহের মধ্যে নৌপরিবহন সচিব, এলজিআরডি সচিব, বিআইডব্লিওটিএর চেয়ারম্যান ও সচিবসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. মোকছেদ আলী ও মো. সারোয়ার আলম। রিট আবেদনটি দায়ের করেন আইনজীবী মো. জাহাঙ্গীর হোসেন। পরে মোকছেদ আলী বলেন, সদরঘাটসহ দেশের সব নৌ-বন্দরে প্রবেশের সময় শিশু, বৃদ্ধ, ছাত্রসহ শ্রেণির নাগরিকদের কাছ থেকে ১০ টাকা করে আদায় করা হয়। যেহেতু বিমানবন্দর, রেল স্টেশন এবং বাস টার্মিনালে প্রবেশের জন্য কোনো প্রবেশ ফি নেওয়া হয়না। আমরা মনে করি এটা বেআইনি। এ কারণে রিট করা হয়েছে। শুনানি শেষে আদালত রুল জারি করেছেন। রিটে ঢাকা নদী বন্দরের ১০ টাকা মূল্যের টার্মিনাল টিকিট সংযুক্ত করা হয়েছে। এর আগে ২০১৯ সালে এ বিষয়ে আরও একটি রিট হয়। ওই সালের ৩ নভেম্বর হাইকোর্ট রুল জারি করেছিলেন। সেটি এখন বিচারাধীন। ওই রুলে বন্দর এলাকায় টার্মিনালে প্রবেশের ফি পাঁচ টাকা ও ১০ টাকা নির্ধারণ করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের দাপ্তরিক আদেশ কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়েছিল। |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |