বিয়ে করলেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ
বিনোদন ডেস্ক:
|
![]() ফারিণ জানিয়েছেন, দুই পরিবারের উপস্থিতিতে শুক্রবার (১১ আগস্ট) গাঁটছড়া বাঁধেন তিনি। অভিনেত্রীর স্বামীর নাম শেখ রেজওয়ান। তিনি বিদেশে কর্মরত। জীবনসঙ্গীকে নিয়ে ফারিণ লেখেন, আমাদের সাড়ে আট বছরের ভালোবাসা ও বন্ধুত্বের যাত্রা কাগজে রূপ নিল। আমার মনে ঠিক প্রথম দিনের মতো এখনও তুমি একই আছ। আমার জীবনে তুমি আসার পর কীভাবে যেন বদলে গেল। স্বামীর বর্তমান ব্যস্ততা শেষ হলে ফারিণ এই আনন্দের মুহূর্তকে বন্ধুদের সঙ্গে ভাগাভাগি করে নেবেন বলেও জানান ফারিণ।
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |