বাংলাদেশের স্যাটেলাইট টেলিভিশন ডিবিসি নিউজের ফান্স প্রতিনিধি ইকবাল মোহাম্মদ জাফর ইতালির ভেনিসে আগমন উপলক্ষে "প্রবাসী নিরাপত্তা আইন বাস্তবায়ন কমিটির" আয়োজনে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি মোহাম্মদ আলমের সভাপতিত্বে এবং বাংলা টিভির ভেনিস প্রতিনিধি সোহানুর রহমান উজ্জলের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, "প্রবাসী নিরাপত্তা আইন বাস্তবায়ন কমিটির" সাধারণ সম্পাদক আকবর হোসেন।
এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী নেমল চৌধুরী, সময় টিভির ইতালি প্রতিনিধি মাকসুদ রহমান, "ভেনিস বাংলাদেশ প্রেসক্লাবের" ভারপ্রাপ্ত সভাপতি সোহেলা আক্তার বিপ্লবী, সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ সোহেল, আইঅন টিভির ইতালি প্রতিনিধি সজীব আল হোসাইন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি তন্ময় সিকদার, রাসেল বেপারি, মোহাম্মদ মিলন মিয়া, সাদ্দাম হোসেন, উমর ফারুক, মো. সুজন, সালামত মিয়া সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ।
পরে "প্রবাসী নিরাপত্তা আইন বাস্তবায়ন কমিটি" এবং বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ আমন্ত্রিত অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।