হে ভোলা
মো. রাকিব ভূঁইয়া
|
![]() হে ভোলা, তুমি আদৌ আছো বহমান। মায়া-মমতায় ঘেরা তুমি তুমি আমার জন্মভূমি, ক্ষুণ্ন করতে পারেনি কেউ; তোমার সম্মান। হে ভোলা, তুমি আদৌ আছো বহমান। থাকবে তুমি অমর হয়ে বীরত্ব-সম্মান গাঁথা নিয়ে, মোস্তফা কামাল পেয়েছিলেন বীর শ্রেষ্ঠের সম্মান। হে, ভোলা তুমি আদৌ আছো বহমান। আমরা আছি তোমার পাশে অস্ত্র হাতে; বীরের বেশে, জীবন দিয়ে রক্ষা করবো; তোমার সম্মান। হে ভোলা, তুমি আদৌ আছো বহমান। |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |