ছেলে ঘুমাচ্ছে বেঞ্চে, পাহারায় ‘ফুটপাতে’ শাকিব খান
বিনোদন ডেস্ক
|
![]()
ঢাকাই সিনেমার এই সুপারস্টার আজ মঙ্গলবার ছবিটি প্রকাশ করেন তার ইনস্টাগ্রামে। যা ক্যামেরাবন্দী করা হয়েছে যুক্তরাষ্ট্রের কোনো এক রাস্তায়। ক্যাপশনে শাকিব জানিয়েছেন, তার ছেলের প্রথম যুক্তরাষ্ট্র সফরের কথা। এদিকে, গতকাল অপু বিশ্বাস প্রকাশ করেন ছেলে জয়কে নিয়ে ঘুরে বেড়ানোর দুটি ভিডিও। সেখানেও ছিলেন শাকিব। তবে ভিডিও’র ক্যামেরায় ধরা দেননি তিনি। অপুর প্রকাশিত ছবি ও ভিডিও থেকে জানা যায়, বাবা-ছেলে দারুণ কিছু সময় কাটছে যুক্তরাষ্ট্রে। আর জয়ও এই সময়টা বেশ উপভোগ করছে। নতুন নতুন বায়না করছে বাবা শাকিব খানের কাছে। আর শাকিবও ছেলের বায়না পূরণে মরিয়া হয়ে উঠেছেন। আর তাই তো অপু মজা করে বলেছেন, ‘বাবার পকেট ফাঁকা করে দিচ্ছে জয়!’
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |