সমালোচনার জবাবে যা বললেন দীঘি
বিনোদন ডেস্ক
|
![]()
এবার এসব সমালোচনার কড়া জবাব দিলেন দীঘি। তার কথায়, ‘বাংলাদেশের নায়িকাদের মধ্যে আমিই শুধু টিকটক করি না, আরও অনেক নায়িকাই করে। কিন্তু আমি জানি না, শুধু আমাকেই কেন টিকটক বিষয়ে প্রশ্ন করা হয়। তাদের কেন প্রশ্ন করা হয় না? ঘুরে ফিরে আমাকেই বলা হয়, আমি কেন টিকটক করছি?’ সমালোচকদের উদ্দেশে তিনি বলেন, ‘যারা সমালোচনা করেন তাদের বলব, এখন হাতে আমার টিকটক করার মতো সময় নেই। পড়াশোনা ও কাজ নিয়ে প্রচুর ব্যস্ত। আশা করি, টিকটক ইস্যুতে আমাকে ভুল বুঝবেন না। আমার টিকটক করা হয় মূলত যখন ফ্রি থাকা হয় তখন।
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |