প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে গণতান্ত্রিক প্রক্রিয়ার ধারাবাহিকতা চায়।
বৃহস্পতিবার (৬ জুলাই) সংসদ ভবনে জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের জন্য নতুন অফিস উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা চাই গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকুক। গণতান্ত্রিক প্রক্রিয়া চলমান থাকায় আমরা দেশের উন্নয়ন করতে পেরেছি এবং উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন করেছি।’
প্রধানমন্ত্রী বলেন, দেশের গণতান্ত্রিক ধারা দীর্ঘ সংগ্রামের ফল এবং সকলকে মনে রাখতে হবে এটা রাতারাতি ঘটেনি।
শেখ হাসিনা বলেন, দেশের উন্নয়নের পথে বারবার বাধার মুখে পড়েছে।
তিনি বলেন, ‘২০০৯ সালে সরকার গঠনের পর এখন পর্যন্ত আমরা সরকারে রয়েছি। আমরা আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করতে পেরেছি। এর ফলে পুরো দেশ বদলে গেছে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ২০০৯ সাল থেকে একটি স্থিতিশীল গণতন্ত্র বিরাজ করায় বাংলাদেশ ব্যাপক উন্নয়ন করেছে।
অনুষ্ঠানে স্পিকার শিরীন শারমিন চৌধুরীও বক্তব্য রাখেন।
তিনি প্রধানমন্ত্রীকে বলেন, জাতীয় সংসদ সচিবালয়ের অফিসের কার্যক্রম সম্পূর্ণভাবে নতুন অফিস কম্পাউন্ডে স্থানান্তর করা হবে।
এছাড়া আগামী অক্টোবরের মধ্যে সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন, কর্ম ও সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের একটি আর্কাইভ নির্মাণ করা হবে বলেও জানান স্পিকার।
এর আগে বিকালে ফিতা কেটে জাতীয় সংসদ সচিবালয়ের নবনির্মিত কার্যালয়ের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে স্পিকার, সংসদ উপনেতা মতিয়া চৌধুরী, মন্ত্রিপরিষদের সদস্য, ডেপুটি স্পিকার, চিফ হুইপ ও হুইপ, সংসদ সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে প্রধানমন্ত্রী নবনির্মিত কার্যালয়ের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন।
নতুন কার্যালয় প্রাঙ্গণে পৌঁছালে স্পিকার প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
স্বদেশপ্রতিদিন/এমএস