জুলিও কুরি পদকের ৫০ বছর পূর্তি উপলক্ষে বঙ্গবন্ধুর সমাধিতে জেলা প্রশাসনের শ্রদ্ধা
গোপালগঞ্জ প্রতিনিধি:
|
![]() জুলিও কুরি পদকের ৫০ বছর পূর্তি উপলক্ষে বঙ্গবন্ধুর সমাধিতে জেলা প্রশাসনের শ্রদ্ধা রোববার (২৮ মে) সকাল ১০ টায় এ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকার মনোনীত প্রতিনিধি সাবেক সচিব মো. শহীদ উল্লাহ খন্দকার বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে গোপালগঞ্জ জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী মাহবুবুল আলম, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম-পিপিএম জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের পক্ষে আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান ও সাধারণ সম্পাদক জি এম সাহাব উদ্দিন আজম, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মুন্সী আতিয়ার রহমান ও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবব্রত পাল, গোপালগঞ্জ পৌরসভার পক্ষে পৌরমেয়র শেখ রকিব হোসেন, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হোসেন টুটুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বশার খায়ের ও সাধারণ সম্পাদক মো. বাবুল শেখার নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. ফোরকান বিশ্বাস কমিটির অন্যান্য নেতৃবৃন্দদের সাথে নিয়ে বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন পর পবিত্র ফাতেহা ও দরুদ পাঠ শেষে '৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু সহ তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন। প্রসঙ্গত, জুলিও কুরি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে জেলার সকল সরকারি-বেসরকারি দপ্তরগুলো ব্যানার ফেস্টুন দিয়ে সুসজ্জিত করা হয়। এছাড়াও সন্ধ্যায় স্থানীয় ও জনপ্রিয় তারকাদের অংশগ্রহণে শেখ কামাল স্টেডিয়ামে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে গোপালগঞ্জ জেলা প্রশাসন। স্বদেশপ্রতিদিন/এমএস |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |