উল্লাপাড়ায় দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ
বায়েজিদ হোসেন, উল্লাপাড়া (সিরাজগঞ্জ):
|
![]() উল্লাপাড়ায় দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ রোববার (২৮ মে) বিকেল ৩টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনার আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মো. উজ্জল হোসেন সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক(গবেষণা ও প্রশিক্ষণ) মো: আব্দুল্লাহ আল মামুন (যুগ্মসচিব), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, সিরাজগঞ্জ জেলা ত্রাণ ও পূর্নবাসন কর্মকর্তা মো: আকতারুজ্জামান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল মোতালেব, উপজেলা সমবায় কর্মকর্তা মোখলেছুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফা ইয়াসমিনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের সচিববৃন্দ। অনুষ্ঠানে অতিথিবৃন্দরা দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে নানা বিষয় নিয়ে আলোচনা করেন। স্বদেশপ্রতিদিন/এমএস |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |