মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩
ম্যানচেস্টার সিটির কাছে বিধ্বস্ত রিয়াল মাদ্রিদ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩, ৩:০৮ পিএম
ম্যানচেস্টার সিটির কাছে বিধ্বস্ত রিয়াল মাদ্রিদ

ম্যানচেস্টার সিটির কাছে বিধ্বস্ত রিয়াল মাদ্রিদ

একেই হয়ত বলে চরম প্রতিশোধ! গতবার চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে আধিপত্য করেও রিয়াল মাদ্রিদের ফাইনালে ওঠা ঠেকাতে পারেনি ম্যানচেস্টার সিটি। সান্তিয়াগো বার্নাব্যুতে এক মিরাকলের জন্ম দিয়ে ফাইনালে পা রাখে কার্লো আনচেলত্তির দল। তবে গতকাল নিজেদের মাঠে সেমিফাইনালের দ্বিতীয় লেগের লড়াইয়ে রিয়াল মাদ্রিদকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে পেপ গার্দিওলার শিষ্যরা।

চ্যাম্পিয়ন্স লিগটা একরকম সম্পত্তি বানিয়ে রেখেছে রিয়াল মাদ্রিদ। প্রতিযোগিতাটির সফলতম দলটি গত দশ বছরেই পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে। সেমিফাইনালে উঠে আরও একবার চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছিল লস ব্লাঙ্কোরা। কিন্তু এবার ইতিহাদ স্টেডিয়ামে সে স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে ম্যানচেস্টার সিটি।

বুধবার (১৭ মে) রিয়ালকে ৪-০ গোলে বিধ্বস্ত করে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে ম্যানচেস্টার সিটি।

পেপ গার্দিওলার দলের সামনে দাঁড়াতেই পারেনি রিয়াল। শুরু থেকেই সিটির গতি আর প্রেসিংয়ে কোণঠাঁসা হয়ে পড়ে কার্লো আনচেলত্তির দল। প্রথমার্ধে বের্নার্দো সিলভার জোড়া গোলের পর দ্বিতীয়ার্ধে হুলিয়েন আলভারেজ আরও একটি গোল করেন। আত্মঘাতী গোল করে রিয়ালের দুর্দশা আরও বাড়ান এদার মিলিতাও।

চলতি মৌসুমে লিগ ও চ্যাম্পিয়ন্স লিগে, বিশেষ করে মৌসুমের শেষের দিকে এসে দারুণ পারফর্ম করছে ম্যানসিটি। অন্যদিকে লা লিগায় রিয়ালের ফর্ম খুব একটা আহামরি না হলেও চ্যাম্পিয়ন্স লিগে দারুণ খেলছিল। নিজেদের মাঠে কিছুটা এগিয়ে থাকলেও রিয়ালকে নিয়ে এমন ছেলেখেলা করবে সিটি এমনটা খুব কম লোকই বিশ্বাস করতে পেরেছিল।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






● সর্বশেষ সংবাদ  
● সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
ভারপ্রাপ্ত সম্পাদক : লুৎফর রহমান হিমেল
প্রকাশক: স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড-এর পক্ষে মোঃ মজিবুর রহমান চৌধুরী কর্তৃক আবরন প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24[at]gmail.com, info[at]swadeshpratidin.com
● স্বদেশ প্রতিদিন   ● বিজ্ঞাপন   ● সার্কুলেশন   ● শর্তাবলি ও নীতিমালা   ● গোপনীয়তা নীতি   ● যোগাযোগ
🔝