শুক্রবার ২৯ মার্চ ২০২৪
গোলাপগঞ্জের ডাকাতি মামলায় মৌলভীবাজারে র‍্যাবের হাতে গ্রেপ্তার ৩
শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩, ১২:২২ পিএম আপডেট: ২১.০৩.২০২৩ ১২:৫১ PM
গোলাপগঞ্জের ডাকাতি মামলায়  মৌলভীবাজারে র‍্যাবের হাতে গ্রেপ্তার ৩

গোলাপগঞ্জের ডাকাতি মামলায় মৌলভীবাজারে র‍্যাবের হাতে গ্রেপ্তার ৩

সিলেটের গোলাপগঞ্জ থানার মাসুরা গ্রামে সংঘটিত ডাকাতি মামলায় র‍্যাব তিনজনকে গ্রেপ্তার করেছে।

গত ১৯ মার্চ রাতে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ ও বড়লেখা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, মৌলভীবাজারের বড়লেখা উপজেলার মিহারি গ্রামের প্রফুল্ল কুমার দাসের ছেলে নকুল দাস (৪২), কমলগঞ্জ উপজেলার শ্রীপুর গ্রামের আজিম মিয়ার ছেলে জসিম উদ্দিন (৩২) ও একই উপজেলার লালাপুর গ্রামের মৃত বরজান মিয়ার ছেলে হাফিজ মিয়া (৩৯)।

র‍্যাব-৯ সূত্রে জানা যায়, গত ১৭ মার্চ রাতে সিলেটের গোলাপগঞ্জ থানার মাসুরা গ্রামে ব্যবসায়ী আব্দুল হকের বাড়িতে ৭-৮ জনের ডাকাতদল হানা দেয়। ডাকাতরা অস্ত্রের ভয় দেখিয়ে পরিবারের সব সদস্যের হাত-পা বেঁধে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন নিয়ে যায়। এই ঘটনায় ১৮ মার্চ গোলাপগঞ্জ থানায় অজ্ঞাত ৭-৮ জনকে আসামি করে একটি মামলা হয়।

র‍্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার সিনিয়র এএসপি আফসার-আল-আলম জানান, ঘটনার পর থেকে র‍্যাব-৯ ছায়া তদন্তে নামে। র‍্যাবের তদন্তে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা ওই ঘটনায় জড়িত থাকার প্রমাণ পাওয়া যাওয়ায় তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তাদের গ্রেপ্তার করা হয়।

র‍্যাবের ওই কর্মকর্তা আরও জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে সিলেট ও মৌলভীবাজার জেলার বিভিন্ন থানায় অস্ত্র ও ডাকাতির একাধিক মামলা চলমান রয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






● সর্বশেষ সংবাদ  
● সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
ভারপ্রাপ্ত সম্পাদক : লুৎফর রহমান হিমেল
প্রকাশক: স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড-এর পক্ষে মোঃ মজিবুর রহমান চৌধুরী কর্তৃক আবরন প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24@gmail.com, info@swadeshpratidin.com
● স্বদেশ প্রতিদিন   ● বিজ্ঞাপন   ● সার্কুলেশন   ● শর্তাবলি ও নীতিমালা   ● গোপনীয়তা নীতি   ● যোগাযোগ
🔝