মঙ্গলবার ২১ মার্চ ২০২৩ ৭ চৈত্র ১৪২৯

এক মাসেও খোলেনি বৃদ্ধা হত্যা রহস্যের জট
লালমোহন প্রতিনিধি:
প্রকাশ: শনিবার, ১৮ মার্চ, ২০২৩, ৭:২৪ পিএম | অনলাইন সংস্করণ

এক মাসেও খোলেনি বৃদ্ধা হত্যা রহস্যের জট

এক মাসেও খোলেনি বৃদ্ধা হত্যা রহস্যের জট

ভোলার লালমোহনে বৃদ্ধা রওশন আরা হত্যার প্রায় একমাস হয়ে গেলেও খুনিদের চিহ্নিত করা যায়নি। এতে ন্যায়বিচার পাওয়া নিয়ে শঙ্কা করছে নিহতের পরিবার। তবে পুলিশ বলছে, এ ঘটনায় ইতোমধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। ১৯ তারিখ তাদের রিমান্ড শুনানি আছে। এ বিষয়ের অগ্রগতি তারপর বুঝা যাবে।

নিহতের ছেলে সিহাব উদ্দিন বলেন, আমরা চাকরির কারণে বাইরে থাকায় আমার মাকে জমি সংক্রান্ত বিরোধের জেরে হত্যা করা হয়েছে। হত্যার প্রায় এক মাস হয়ে গেলেও এখনো হত্যা রহস্য উদঘাটন হয়নি। প্রকৃত খুনি কে সেটাও এখনো জানা সম্ভব হয়নি। আমরা দ্রুত এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের দাবি জানাচ্ছি। প্রকৃত খুনিকে আমরা দ্রুত ফাঁসির কাষ্ঠে দেখতে চাই।

মামলার তদন্ত কর্মকর্তা বলেন, এই মামলায় এখন পর্যন্ত ৪ জন আসামীকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে। আগামী ১৯ তারিখ রিমান্ড শুনানি রয়েছে। এরপর দেখা যাবে অগ্রগতি কী।

উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি লালমোহনের কালমা ইউনিয়নে নিজ বাড়ি থেকে নিখোঁজ হন রওশন আরা বেগম নামের বৃদ্ধা। নিখোঁজের ৫ দিন পর বাড়ির পিছনে বাথরুমের রিংস্লাবের মধ্য থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। সেসময় ঘটনাস্থলে থাকা এসআই মাহাবুব আলম জানিয়েছিলেন, মরদেহের মাথায় কোপের চিহ্ন রয়েছে।

স্বদেশপ্রতিদিন/এমএস 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মজিবুর রহমান চৌধুরী
প্রকাশক: স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড-এর পক্ষে মোঃ মজিবুর রহমান চৌধুরী কর্তৃক আবরন প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: +৮৮০২-৮৮৩২৬৮৪-৬, মোবাইল: ০১৪০৪-৪৯৯৭৭২। ই-মেইল : e-mail: swadeshnewsbd24@gmail.com, info@swadeshpratidin.com
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মজিবুর রহমান চৌধুরী
প্রকাশক: স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড-এর পক্ষে মোঃ মজিবুর রহমান চৌধুরী কর্তৃক আবরন প্রিন্টার্স,
মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।