এক মাসেও খোলেনি বৃদ্ধা হত্যা রহস্যের জট
লালমোহন প্রতিনিধি:
|
![]() এক মাসেও খোলেনি বৃদ্ধা হত্যা রহস্যের জট নিহতের ছেলে সিহাব উদ্দিন বলেন, আমরা চাকরির কারণে বাইরে থাকায় আমার মাকে জমি সংক্রান্ত বিরোধের জেরে হত্যা করা হয়েছে। হত্যার প্রায় এক মাস হয়ে গেলেও এখনো হত্যা রহস্য উদঘাটন হয়নি। প্রকৃত খুনি কে সেটাও এখনো জানা সম্ভব হয়নি। আমরা দ্রুত এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের দাবি জানাচ্ছি। প্রকৃত খুনিকে আমরা দ্রুত ফাঁসির কাষ্ঠে দেখতে চাই। মামলার তদন্ত কর্মকর্তা বলেন, এই মামলায় এখন পর্যন্ত ৪ জন আসামীকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে। আগামী ১৯ তারিখ রিমান্ড শুনানি রয়েছে। এরপর দেখা যাবে অগ্রগতি কী। উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি লালমোহনের কালমা ইউনিয়নে নিজ বাড়ি থেকে নিখোঁজ হন রওশন আরা বেগম নামের বৃদ্ধা। নিখোঁজের ৫ দিন পর বাড়ির পিছনে বাথরুমের রিংস্লাবের মধ্য থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। সেসময় ঘটনাস্থলে থাকা এসআই মাহাবুব আলম জানিয়েছিলেন, মরদেহের মাথায় কোপের চিহ্ন রয়েছে। স্বদেশপ্রতিদিন/এমএস
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |