বান্দরবানে ইয়াবাসহ আটক ২
জেলা প্রতিনিধি, বান্দরবান:
|
![]() বান্দরবানে ইয়াবাসহ আটক ২ শনিবার (১৮ মার্চ) দুপুরে বান্দরবান পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বোটঘাটা এলাকার শিক্ষক অসীম কুমার দাশের বিল্ডিং এর দ্বিতীয় তলার ভাড়া বাসা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলহাজারা এলাকার বাসিন্দা জাফর আহমেদের ছেলে জিয়াউর রহমান (২১) ও চকরিয়া উপজেলার খুঁটাখালি এলাকার বাসিন্দা সিকান্দারের ছেলে আবুল কাশেম (৩২)। আর্মড পুলিশ সূত্র জানায়, শনিবার দুপুরে বান্দরবান আর্মড পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খানের নির্দেশনায় এসআই মো. মহিউদ্দিন আহমেদ নেতৃত্বে সঙ্গীয় ফোর্স বান্দরবান পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বোটঘাটা এলাকার শিক্ষক অসীম কুমার দাশের বিল্ডিং এর দ্বিতীয় তলার ভাড়া বাসায় অভিযান চালায়। এ সময় বাসা থেকে ২২৫ পিস লাল-গোলাপী রংয়ের ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের কাজে ব্যবহারিত দুইটি বাটন মোবাইল ফোনসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। বিষয়টির নিশ্চিত করে বান্দরবান আর্মড পুলিশ ব্যাটালিয়ন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আটককৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সদর থানায় মামলা রুজু করা হবে বলে জানান তিনি। স্বদেশপ্রতিদিন/এমএস
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |